×
ব্রেকিং নিউজ :
রেমিট্যান্স প্রেরণকারীদের স্মার্ট কার্ড প্রদানের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় স্থায়ী কমিটি এভিয়েশন শিল্পের উন্নয়নে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য চতুর্থ শিল্প বিপ্লবের সুফল দিতে সরকার নতুন প্রযুক্তি নিয়ে আসছে : শিক্ষা প্রতিমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের প্রাদেশিক কংগ্রেসের ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ নির্মাণাধীন ভবনে লার্ভা পেলে নির্মাণ কাজ বন্ধ করা হবে : মেয়র তাপস বাংলাদেশে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কক্সবাজারে ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের তালিকা চেয়ে হাইকোর্ট আদেশ মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের
  • প্রকাশিত : ২০২১-০১-০১
  • ৭৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সারাদেশের মতো আজ সিলেটের সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া শুরু হয়েছে।আজ শুক্রবার (১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেট নগরীসহ সকল উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে নতুন বই তুলে দেওয়া শুরু করা হয়। এতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ বই বিতরণকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠে। বর্তমান করোনা পরিস্থিতির কারণে এবার সিলেটে প্রাথমিকে বই বিতরণকে প্রতি ক্লাসের শিক্ষার্থীদেরকে তিন ভাগে বিভক্ত করে অর্থাৎ আগামী তিনদিনের মধ্যে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে চলতি মাসের ১২ তারিখের মধ্যে সকল বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।
তিনি বলেন করোনা পরিস্থিতির মধ্যেও যথাসময়ে শিক্ষার্থীর হাতে উৎসব ছাড়াই এবারে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদিচ্ছা ও সাহসী ভুমিকার কথা স্মরণ করে তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন এবার সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতিতে নতুন পাঠ্যবই হাতে পেতে শুরু করেছে শিক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে সরকারি নির্দেশনা অনুযায়ী নতুন বই তুলে দিচ্ছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলেও বই সংগ্রহের জন্য আজ শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে সকল স্কুল ও মাদ্রাসাগুলো।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সিলেট জেলায় এবার মাধ্যমিক স্তরে মোট বইয়ের চাহিদা ৪৪ লাখ ৬৬ হাজার ৬৪৮, দাখিল স্তরে ৯২ হাজার ৯৫৯ আর এবতেদায়ী স্তরে ৫ লাখ ৮২ হাজার ৭৫৮ কপি।
আর সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার সিলেট জেলায় প্রাক-প্রাথমিকে মোট বইয়ের চাহিদা ২৬ লাখ ৮৬ হাজার ৬২৬ কপি।
২০১০ সাল থেকে আওয়ামী লীগ সরকার প্রতিবছর ১ জানুয়ারি ‘বই উৎসব’ করে আসছে। এদিন সারা দেশের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat