Logo
×
ব্রেকিং নিউজ :
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী বাণিজ্য মেলা আপাতত স্থগিত সিলেট বিভাগে ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ ১৫, আক্রান্ত ১৬ জন চসিক নির্বাচনে ২০ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ সরকারের সময়োচিত পদক্ষেপের ফলে কোভিডকালে বিশ্বমন্দা এড়াতে পেরেছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করলে কঠোর ব্যবস্থা : ওবায়দুল কাদের বিএনপি সবকিছুতেই লুটপাট দেখে : তথ্যমন্ত্রী আগামীকাল ভারত থেকে ৩৫ লাখ ডোজ টিকা আসছে : পররাষ্ট্রমন্ত্রী ভ্যাকসিন গ্রহণকারী সবাইকে টেলি মেডিসিন সেবা দেয়া হবে : স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ১,০০০ মণের বেশি পাট এক মাসের বেশি সময় মজুত করা যাবে না : পাটমন্ত্রী
  • আপডেট টাইম : 11/01/2021 10:36 PM
  • 31 বার পঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের বোয়ালিয়া মহড়া গ্রামে রবিবার রাতে ১জন ছিনতাইকারীকে এলাকাবাসি আটক করে। পরে ছিনতাইকারিকে বড়হর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু এর নিকট জমা দেয়।

বড়হর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু জানান, আলু ব্যবসায়ী জিয়া সরদার বোয়ালিয়া বাজারে দোকান বন্ধ করে রাত ৯ টার দিকে বাড়ি যাওয়ার পথে বোয়ালিয়ার ৪ মাথার মোড়ে ছিনতাইকারীরা জিয়ার পথ রোধ করে গলায় গামছা পেচিয়ে তার কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনতাই করে যাওয়ার সময় জিয়া ইমন নামের এক ছিনতাইকারীকে ঝাপ্টে ধরে চিৎকার শুরু করলে এলাকাবাসী এসে ইমনকে আটক করে। এ সময় বাকি ৩ জন পালিয়ে যায়। পরে এলাকাবাসী রাতেই ইমনকে বড়হর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুল হাসান নান্নুর কাছে জমা দেয়।

চেয়ারম্যান সোমবার (১১ই জানুয়ারী) সকালে উল্লাপাড়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে উল্লাপাড়া মডেল থানা পুলিশ বাকি ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

ছিনতাইকারী হলেন-উপজেলার বোয়ালিয়া পাগলা গ্রামের- আক্তার হোসেনে ছেলে ইমন (২৫), চক চৌবিলা গ্রামের-মোক্তার হোসেনের ছেলে মুন (২১), বোয়ালিয়া চান্দারপাড়া গ্রামের-সানোয়ার হেসেনের ছেলে সাকিল (২৮) ও বোয়ালিয়া পাগলা গ্রামের – মুকুল হোসেনের ছেলে অনিক (২৬) ।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপি এম জানান ছিনতাইকারী ৪ জনকে বিরুদ্ধে থানায় ছিনতাই মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...