×
  • প্রকাশিত : ২০২১-০২-১৪
  • ৭২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বরগুনা, জেলায় আজ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সুন্দরবন দিবস উদযাপন করা হয়েছে।বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পিভিএ, এনএসএস, আমতলী প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবন দিবস উপলক্ষে ‘সুবন্ধি বাঁচলে, বাঁচবে কৃষক’ শ্লোগানে আমতলী উপজেলা শহরে বেলা ১১টায় সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। আমতলী প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের মমতাজ বেগম মিলনায়তনে সভায় মিলিত হয়।
এছাড়া ‘সুন্দরবন বাঁচাও বাংলাদেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে পাথরঘাটা উপজেলায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটার কিপারস বাংলাদেশ ও ‘আমরা মুক্তিযুদ্ধকে জানি এর আয়োজনে এক শোভাযাত্রা পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শেখ রাসেল স্কয়ারে সমাবেশে মিলিত হয়। বেলা সাড়ে ১১ টার দিকে সেখান থেকে সারাদেশে একযোগে সুন্দরবন রক্ষার ইশতেহার পাঠ করা হয়।
সুন্দরবন দিবসের কর্মসূচিগুলোয় পরিবেশকর্মী, উন্নয়কর্মী, সাংবাদিক, আইনজীবী, শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat