×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২১-০৩-১৭
  • ৫৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আজ বুধবার সর্বস্তরের মানুষ শহীদ ডা: আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর প্রততিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানায়।
সূর্যোদয়ের সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। আলোকসজ্জা করা হয় সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে। জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড: সামছুল আলম দুদুকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম রাষ্ট্রের পক্ষে প্রথমে বঙ্গবন্ধুর প্রততিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানায়। পরে পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরের নেতৃত্বে জেলা পুলিশ, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমানের নেতৃত্বে জেলা পরিষদ, বিচার বিভাগ, সিভিল সার্জন, জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মুক্তিযোদ্ধা সংসদ শ্রদ্ধাঞ্জলি জানায়। এ ছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা মৎস্য বিভাগ, যুব উন্নয়ন অধিদপ্তর, সদর উপজেলা পরিষদ, জেলা আধুনিক হাসপাতাল, জেলা পরিবার পরিকল্পনা বিভাগ, জেলা এনজিও সমন্বয় পরিষদ, জয়পুরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে জেলার বিভিন্ন বিভাগ ও শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা ভাবে নানা কর্মসূচির আয়োজন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে শহীদ ডা: আবুল কাশেম ময়দানে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্য চিত্র প্রদর্শন, শিশু সমাবেশ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে সকাল ৭ টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে। এ সময় দলীয় কার্যালয়ে স্থাপনকৃত বঙ্গবন্ধুর প্রততিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পরে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: আরিফুর রহমান। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, অধ্যক্ষ খাজা সামছুল আলম, রাজা চৌধুরী, শেখর মজুমদার, এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, আজম আলী, মিজানুর রহমান টিটো প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat