Logo
×
ব্রেকিং নিউজ :
কার্বন নিঃসরণ হ্রাসে উন্নত দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মেট্রোরেল নির্মাণ কাজের অগ্রগতি ৬১.৪৯ শতাংশ : ওবায়দুল কাদের ভন্ডদের পক্ষে বিবৃতিদাতারাও ভন্ডদের পর্যায়েই পড়ে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে : স্বাস্থ্যমন্ত্রী দেশে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ কমেছে : বেড়েছে সুস্থতা উল্লাপাড়ায় ১৪ লাখ টাকা ছিনতাই,৩ ছিনতাইকারী গ্রেফতার শাহ মোঃ ছদর হোসেন পীরসাহেব গুরুতর অসুস্থ উল্লাপাড়ায় চাঞ্চল্যকর তানিয়া হত্যা মামলার আসামী গ্রেফতার কক্সবাজার সৈকতে ভেসে এসেছে মৃত তিমি যুক্তরাষ্ট্রের প্যারিস চুক্তিতে প্রত্যাবর্তন জলবায়ু কূটনীতিতে নতুন গতির সঞ্চার করবে : প্রধানমন্ত্রী
  • আপডেট টাইম : 06/04/2021 09:26 PM
  • 36 বার পঠিত

সিলেটে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১শ জন, এসময়ে করোনায় মৃত্যু হয়েছে ১ জনের।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১শ’ জনের মধ্যে সিলেট জেলার ৮৩, সুনামগঞ্জের ১ ও হবিগঞ্জ জেলার ১৬ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৯৬ জনে। এরমধ্যে সিলেট জেলায় ১১ হাজার ১২৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬০৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৮৫ ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৭৬ জন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় সিলেট বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে, মৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মোট মৃত্যু ২৯৩ জন। এরমধ্যে সিলেট জেলার ২২৫ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৪ জন।
গত একদিনে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৯৫ জন, তারা সকলেই সিলেট জেলার বাসিন্দ। এ নিয়ে সিলেট বিভাগে মোট সুস্থতার সংখ্যা ১৬ হাজার ৪২৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১০ হাজার ২৬৮, সুনামগঞ্জের ২ হাজার ৫৩৮, হবিগঞ্জের ১ হাজার ৬৯৫ ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৯২৪ জন রয়েছেন।
অন্যদিকে, সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯ জন, এ নিয়ে বর্তমানে মোট ২২৫ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে সিলেট জেলায় ২২০, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজার জেলায় ৩ জন রয়েছেন। অপরদিকে, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৭৯ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। সিলেট বিভাগে মোট হোম কোয়ারেন্টিনে আছেন ৫শ’ জন, এরমধ্যে সিলেট জেলার ৪২৫, হবিগঞ্জে ৪ ও মৌলভীবাজার জেলার ৭১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...