×
ব্রেকিং নিউজ :
দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স : সমাজকল্যাণ মন্ত্রী ৬৪ জেলার স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি উল্লাপাড়ায় জামাত নেতার সাথে ছবি ভাইরালের ঘটনায় সংবাদ সম্মেলন দিনাজপুরে নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী জেলহাজতে কুমিল্লায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন রাঙ্গামাটিতে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন স্কাউটিংয়ের মূল দর্শন, কর্মসূচি ও কার্যক্রমগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহবান শিক্ষামন্ত্রীর বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান
  • প্রকাশিত : ২০২১-০৬-০৫
  • ৫৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন জেলায় আজ শনিবার প্রথমবারের মতো প্রাণিসম্পদ প্রর্দশনীর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনাসভা ও সফল খামারিদের পুরস্কৃত করাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
হবিগঞ্জ সংবাদদাতা জানান, আজ জেলা শহরের নিউফিল্ডে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর গবাদি পশুপাখির প্রদর্শণীর আয়োজন করে। আজ দুপুরে প্রধান অতিথি হিসাবে এ প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির।

হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, শনিবার অনুষ্ঠিত প্রদর্শনীতে ৪০টি স্টল ছিল। অংশগ্রহণকারীদের মাঝে সেরা ১০টি স্টলকে পুরস্কার দেওয়া হয়েছে।
সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, সদর উপজেলায় বর্তমানে গরুর ছোট খামার ৪৩০টি, মাঝারি খামার ১০০টি এবং ৭০টি বড় খামার রয়েছে। মুরগির ১২৪টি এবং হাঁসের ১০০টি খামার রয়েছে। কবুতরের খামার আছে ২০টি। ছাগল ও ভেড়ার খামার রয়েছে যথাক্রমে ৬০টি ও ৩৫টি।

মাগুরা সংবাদদাতা জানান, মাগুরায় এজি একাডেমী ক্রীড়া মাঠ চত্বরে আজ প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২টায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রদর্শনী উদ্বোধন করেন ।

প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এ প্রদর্শনীর আয়োজন করে। এ প্রদর্শনীতে ৩০ টি স্টলে উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, মুরগী, কবুতরসহ বিভিন্ন পশুপাখি প্রদর্শন করা হয়।
জেলা প্রশাসক ড.আশরাফুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো.হাদিউজ্জামান,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবীরপ্রমুখ।
 গোপালগঞ্জ সংবাদদাতা জানান, জেলার মুকসুদপুর উপজেলা চত্বরে প্রাণিসম্পদ প্রর্দশনীর আয়োজন করা হয়েছে।প্রথমবারের মতো আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’।
আজ বেলা ১১ টায় উপজেলার ফারুক খান মিলনায়তনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাবির মিয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, উপজেলার কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মুকসুদপুর সংবাদ-এর সম্পাদক হায়দার হোসেন ও মুকসুদপুর প্রেসক্লাবের সহসভাপতি ছিরু মিয়া প্রমুখ।আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সচিন্দ্রনাথ বিশ্বাসও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান।
আলোচনাসভা শেষে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এর পরে বিজয়ী ১৩ জন খামার মালিকের হাতে পুরস্কারের নগদ অর্থ তুলে দেন অতিথিরা। দিনব্যাপী এ প্রদর্শনীতে মুকসুদপুর উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক ও খামারীগণ তাদের পালিত গরু, ছাগল, হাঁস, মুরগী, কবুতর নিয়ে অংশগ্রহন করেন।
 বগুড়া সংবাদদাতা জানান, আজ বেলা ১১ টায় বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদ, সদরউপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ প্রমুখ।
প্রদর্শনীতে ৫০ টি স্টলে উন্নতজাতের গাভী, বকনা গরু, ষাঁড়, বিভিন্ন জাতের ছাগল প্রদর্শন করা হয়।
বাসস-এর ঝালকাঠি সংবাদদাতা জানান, জেলায় আজ দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্ত্বরে আজ সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এ প্রদর্শনীতে সদর উপজেলার অর্ধশত খামরীর উন্নত জাতের গরু, মহিষ, ভেড়া, ছাগল, হাঁস, মুরগী, কবুতর প্রভৃতি প্রদর্শণ করা হয়। এ উপলক্ষে খামারীদের মাঝে কৃমিনাশক ঔষধ বিতরন করা হয়।
 নীলফামারী সংবাদদাতা জানান, জেলার ডোমার উপজেলায় আজ দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক, ভেটেরিনারি সার্জন জহিরুল ইসলাম প্রমুখ।
প্রদর্শণীতে গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, পাখি, ঘোড়া, পশুর খাদ্যসহ ৩০টি স্টল স্থান পেয়েছে।বিকেল ৪টার দিকে সমাপণী অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat