×
ব্রেকিং নিউজ :
মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন : পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় এক প্রকৌশলী নিহত সুনামগঞ্জের দেখার হাওরে কৃষকদের নিয়ে ধান কাটলেন কৃষিমন্ত্রী চুয়াডাঙ্গায় তীব্র তাপ প্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী দেশের মধ্যাঞ্চলে বিস্ফোরণের পর ‘বিদেশ থেকে হামলার খবর পাওয়া যায়নি’: ইরানের মিডিয়া মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জাতির পিতার সমাধিতে রেলওয়ের নবনিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নির্বাপন
  • প্রকাশিত : ২০২১-০৬-০৭
  • ৬০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে করোনা ভাইরাসে গত একদিনে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে,মৃতরা সকলেই সিলেট জেলার বাসিন্দা।
সোমবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ বিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট মৃত সংখ্যা ৪২৩ জনে দাড়িয়েছে।এর মধ্যে সিলেট জেলার ৩৪৫,সুনামগঞ্জের ৩০,হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজার জেলার ৩০ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে গত একদিনে করোনা থেকে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৭১ জন,এর মধ্যে সিলেট জেলার ৬৪,সুনামগঞ্জে ১, হবিগঞ্জের ৪ ও মৌলভীবাজার জেলার ২ জন রয়েছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনাক্রান্ত থেকে মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ৭১৭ জন।এর মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ৫৫৯,সুনামগঞ্জের ২ হাজার ৭৩৫,হবিগঞ্জের ২ হাজার ৮০ ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৩৪৩ জন রয়েছেন।
এদিকে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৫১ জন,আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৯,সুনামগঞ্জের ৪ হবিগঞ্জের ১ ও মৌলভীবাজার জেলার ১৭ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনায় প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ১৫২ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ২১০ জন,সুনামগঞ্জে ২ হাজার ৮৪৩ জন, হবিগঞ্জে ২ হাজার ৫২৬ ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৫৭৩ জন রয়েছেন অন্যদিকে সিলেট বিভাগের চার জেলায় গত একদিনে করোনাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তী হয়েছেন আরও ১৮ জন,এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগে মোট ২১৭ জন করোনাক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন,যার মধ্যে সিলেট জেলায় ১৮৪,সুনামগঞ্জের ০২, হবিগঞ্জে ০৬ ও মৌলভীবাজার জেলায় ২৫ জন রয়েছেন। অপরদিকে গত একদিনে সিলেট বিভাগে আরও ২৫ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগে মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ৪২০ জন,এর মধ্যে সিলেট জেলার ৩৭৩ ও মৌলভীবাজার জেলার ৪৭ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat