×
ব্রেকিং নিউজ :
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর এলাকায় বাসের ধাক্কায় এক প্রকৌশলী নিহত সুনামগঞ্জের দেখার হাওরে কৃষকদের নিয়ে ধান কাটলেন কৃষিমন্ত্রী চুয়াডাঙ্গায় তীব্র তাপ প্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী দেশের মধ্যাঞ্চলে বিস্ফোরণের পর ‘বিদেশ থেকে হামলার খবর পাওয়া যায়নি’: ইরানের মিডিয়া মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জাতির পিতার সমাধিতে রেলওয়ের নবনিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নির্বাপন নওগাঁয় কৃষিকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
  • প্রকাশিত : ২০২১-০৬-১১
  • ৬৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে করোনা ভাইরাসে গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯৪ জন, একই সময়ে এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৫৬ জন, এসময়ে করেনায় কারো মৃত্যু হয়নি।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ বিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ বিভাগের তথ্যমতে গত একদিনে করোনায় আক্রান্ত ৯৪ জনের মধ্যে সিলেট জেলার ৭৬, সুনামগঞ্জের ৩, হবিগঞ্জের ২ ও মৌলভীবাজার জেলার ১৩ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনায় প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৪৮৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ৪৭২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৫৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৫৪১ ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৬২২ জন রয়েছেন।
স্বাস্থ বিভাগের তথ্যমতে গত একদিনে করোনা থেকে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৫৬ জন, এর মধ্যে সিলেট জেলার ৪৪, সুনামগঞ্জের ৫, হবিগঞ্জের ২ ও মৌলভীবাজার জেলার ৫ জন রয়েছেন।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনাক্রান্ত থেকে মোট সুস্থ হয়েছেন ২১ হাজার ৯৮০ জন। এর মধ্যে সিলেট জেলার ১৪ হাজার ৭৮৩, সুনামগঞ্জের ২ হাজার ৭৫৬, হবিগঞ্জের ২ হাজার ৮৩ ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৩৫৮ জন রয়েছেন।
এদিকে সিলেট বিভাগে করোনায় গত একদিনে কারো মৃত্যু হয়নি। সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সর্বমোট মৃত্যু হয়েছে ৪২৮ জনের। এর মধ্যে সিলেট জেলার ৩৪৯, সুনামগঞ্জের ৩০, হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজার জেলার ৩১ জন রয়েছেন।
অন্যদিকে সিলেট বিভাগের চার জেলায় গত একদিনে করোনাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯ জন, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সকলেই সিলেট জেলার বাসিন্দা। এনিয়ে বর্তমানে সিলেট বিভাগে মোট ২৩৩ জন করোনাক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যার মধ্যে সিলেট জেলায় ২০৮, সুনামগঞ্জের ০১, হবিগঞ্জে ০৫ ও মৌলভীবাজার জেলায় ২৯ জন রয়েছেন। অপরদিকে গত একদিনে সিলেট বিভাগে আরও ৫৬ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, এর মধ্যে সিলেট জেলায় ৫৩ ও মৌলভীবাজার জেলায় ৩ জন রয়েছেন। এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগে মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ৪১২ জন, এরমধ্যে সিলেট জেলার ৩৬৬ ও মৌলভীবাজার জেলার ৪৬ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat