×
  • প্রকাশিত : ২০২১-০৭-১৬
  • ৬২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলায় আজ করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত একহাজার দুস্থ ও শ্রমজীবী পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৫টার দিকে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে উপকারভোগি পরিবারগুলোর মাঝে ওই সহায়তা বিতরণ করা হয়।
সদর উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে খাদ্য সহায়তা তুলে দেন নীলফামারীর জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।
এ সময় ভার্চুয়ালী বক্তব্য রাখেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত সদর উপজেলার নির্মাণ শ্রমিক, হোটেল শ্রমিক, পরিবহণ শ্রমিক, করাত কল শ্রমিক, কাঠ শ্রমিক, জেলে, দর্জি, কুলি, বেদে, মুচি, নরসুন্দর, কামার, কুমার, রিকশা ও ভ্যান চালক, ইজবাইক চালক, তালা মেরামতকারীসহ শ্রমজীবী ১৭টি পেশার একহাজার পরিবারকে প্রধানমন্ত্রীর বিশেষ খাদ্য সহায়তা  প্রদান করা হয়েছে।
তিনি জানান, এ সহায়তার মধ্যে রয়েছে ১০কেজি চাল, এককেজি ডাল, চিনি, ভোজ্য তেল, সেমাই, আটা ও লবন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat