×
ব্রেকিং নিউজ :
দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স : সমাজকল্যাণ মন্ত্রী ৬৪ জেলার স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি উল্লাপাড়ায় জামাত নেতার সাথে ছবি ভাইরালের ঘটনায় সংবাদ সম্মেলন দিনাজপুরে নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী জেলহাজতে কুমিল্লায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন রাঙ্গামাটিতে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন স্কাউটিংয়ের মূল দর্শন, কর্মসূচি ও কার্যক্রমগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহবান শিক্ষামন্ত্রীর বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান
  • প্রকাশিত : ২০২১-০৮-১৪
  • ৬২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

বাংলাদেশে চমৎকার বিনিয়োগ উপযোগি পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত অনাবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের এদেশে বিনিয়োগের আহবান জানিয়েছেন।
তিনি বলেন,‘দেশী-বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার বেশ কিছু আকর্ষণীয় সুযোগ-সুবিধার প্যাকেজ ঘোষণা করেছে। বিনিয়োগ সংক্রান্ত সকল সেবা এক দরজায় আনা হয়েছে, যার আওতায় দ্রুত এবং কম খরচে সেবা পাওয়া যাচ্ছে। বিনিয়োগ সম্পর্কিত আনুষ্ঠানিকতা সংক্ষিপ্ত ও সহজ করা হয়েছে। ফলে বিনিয়োগকারীদের আগ্রহ অনেক বেড়েছে।’
যুক্তরাষ্ট্র সফররত বাণিজ্যমন্ত্রী গতকাল শুক্রবার লসএনজেলসের সিলকন ভেলিতে বাণিজ্য মন্ত্রণালয় এবং লসএনেজলস্থ কনসাল জেনালের অফিসের সহযোগিতায় স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড আয়োজিত ‘বাংলাদেশ দি নেক্সট ইনভেস্টমেন্ট ফ্রোন্টিয়ার’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে অনেকগুলোর কাজ শেষ পর্যায়ে। বেশ কয়েটি অঞ্চলে দেশি-বিদেশী ব্যবসায়ীরা বিনিয়োগে শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের অনাবাসী বাংলাদেশীরা সেখানে বিনিয়োগ করে লাভবান হতে পারেন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীরা দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তারা দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে তারা আরও ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক কেভিন ই. গেলি, সেরফিয়া হালিম ও অধ্যাপক ডোরিয়ান লিপম্যান, বায়োস্কোপ ফিল্মস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাজ হামিদ ও  স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিনা জেবিন। 
এসময় মার্কিন যুক্তরাষ্ট্রের লসএনজেলস্থ কনসাল জেনারেল তারেক মোহাম্মদ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান, যুগ্ম-সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সোহেলী সাবরীন, বাংলাদেশ ই-কমার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শমি কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat