×
ব্রেকিং নিউজ :
ভাষা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বলতম অংশ : প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে দ্বি-পাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় তুরস্ক ঝালকাঠিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২৬৫ জন নারীকে ল্যাপটপ প্রদান গোপালগঞ্জে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে : প্রধানমন্ত্রী বিএনপির নির্বাচন বর্জনের রাজনীতি আত্মহননমূলক : পররাষ্ট্রমন্ত্রী বাঙ্গালির আত্মপরিচয় বিকাশের মূলেই রয়েছে রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুর নিবিড় সম্পর্ক : স্পিকার রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ভিত্তি মানসম্মত প্রাথমিক শিক্ষা : রুমানা আলী এমপি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ শোষণ-বঞ্চনামুক্ত ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে অনুপ্রেরণা যোগায় : ভূমিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-২৫
  • ৪৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সম্পর্কে অসম্মানজনক মন্তব্যের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে। গত ২০ বছরের মধ্যে কোনো কেন্দ্রীয় মন্ত্রীর গ্রেফতারের ঘটনা ভারতে এটিই প্রথম। গত জুলাইতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প উদ্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হন রানে। এ ঘটনায় বিজেপি ও শিবসেনা দলের নেতাকর্মীদের সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে মুম্বাইসহ বিভিন্ন এলাকা।
এনডিটিভির খবরে বলা হয়েছে, সোমবার রায়গড়ে শিবসেনার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন মন্ত্রী রানে। জন আশীর্বাদ যাত্রা চলাকালে তিনি বলেন, ‘মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেন না, কোন বছর ভারত স্বাধীনতা পেয়েছিল। এটা লজ্জার বিষয়। ১৫ আগস্ট ভাষণ দেওয়ার সময় তিনি অন্যদের জিজ্ঞাসা করেন, এবার স্বাধীনতার কত বছর। আমি যদি সেখানে থাকতাম, তাহলে তাকে কষে চড় মারতাম।’
এই মন্তব্যের পর রানের বিরুদ্ধে মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে ক্ষমতাসীন দল শিবসেনার নেতাকর্মীরা। তিনটি মামলা হয়েছে রানের বিরুদ্ধে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, রানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মহারাষ্ট্রের নাসিকেও সাইবার ক্রাইম বিভাগে শিবসেনার অভিযোগের ভিত্তিতে রানের বিরুদ্ধে এফআইআর করা হয়। এরপর রানেকে গ্রেফতারের নির্দেশ দেন পুলিশ কমিশনার দীপক পান্ডে। রানেকে গ্রেফতার করতে রওনা দেয় মহারাষ্ট্র পুলিশের একটি দল। এই ঘটনা ঘিরে উত্তাল হয়ে ওঠে মুম্বাই। কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির বাইরে সংঘর্ষ হয়। মুম্বাইয়ে তার বাড়ির সামনে মারমুখী হয়ে ওঠে বিজেপি ও শিবসেনা সমর্থকরা। শিবসেনার এমপি বিনায়ত রাউত মন্ত্রী রানের অপসারণ দাবি করেছেন। তিনি বলেন, বিজেপি নেতৃত্বকে খুশি করতেই তিনি এ মন্তব্য করেছেন।
এদিকে নারায়ণ রানের আগাম জামিনের আর্জি খারিজ করেছে হাইকোর্ট। মন্ত্রী রানে দাবি করেছেন যে, তিনি কোনো অপরাধ করেননি। তিনি জামিনের জন্য শীর্ষ আদালতে আপিল করতে পারেন বলে খবরে বলা হয়েছে।
মন্ত্রী রানের রাজনৈতিক জীবন শুরু হয় শিবসেনা পার্টি থেকেই। ১৯৯০ সালে তিনি শিবসেনার এমএলএ হন। ২০০৫ সালে তিনি শিবসেনা থেকে পদত্যাগ করেন। এরপর তিনি কংগ্রেসে যোগ দিয়ে রাজ্যের মন্ত্রী হন। ২০১৭ সালে তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat