×
ব্রেকিং নিউজ :
স্বাধীনতার ইতিহাসে মুজিবনগর সরকারের গুরুত্ব অপরিসীম : বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী নীলফামারীতে গোপন বৈঠককালে জামায়াতের তিন নেতা গ্রেপ্তার রবীন্দ্রনাথ বর্তমানে বিশ্বে আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে : অর্থ প্রতিমন্ত্রী হাবিবের সেঞ্চুরিতে সুপার লিগের টিকিট পেল গাজী গ্রুপ টাঙ্গাইলে সম্প্রসারিত হয়েছে আদা ও হলুদ চাষের জমি গোপালগঞ্জে ৬ হাজার ৭২০ হেক্টর জমিতে বোনা আমন আবাদের লক্ষ্যমাত্রা হালদা থেকে বালু উত্তোলন, ৪ জনের কারাদন্ড নড়াইলে বরেণ্য চিত্রশিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্প চট্টগ্রামে আন্তর্জাতিক উইম্যান এসএমই এক্সপো শুরু হচ্ছে খেলাধুলায় অংশগ্রহণ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-৩১
  • ৬৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুজিববর্ষে গুচ্ছগ্রামে বাসস্থানের সুযোগ পেয়ে ভিক্ষাবৃত্তি, চাঁদাবাজি ছেড়ে আয়বর্ধন মূলক কর্মকান্ডের সাথে নিজেদের সম্পৃক্ত করছেন শেরপুরের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী। তারা কেউ হাঁস-মুরগী লালন পালন করছেন, কেউ চা-পানের দোকান দিয়েছেন, কেউবা আবার কাপড় সেলাইয়ের কাজ করছেন। কেউ কেউ গুচ্ছগ্রামের পুকুরে মাছের চাষ, খোলা জমিতে সবজি চাষ, পশুপালন করার চিন্তাভাবনা করছেন। এভাবেই  নিজেদেরকে আয়বর্ধন মূলক কর্মকান্ডে সম্পৃক্ত করনের মাধ্যমে উন্নত জীবনযাপনের স্বপ্ন দেখছেন শেরপুর সদর থেকে ১৫ কিলোমিটার পূর্বে অবস্থিত আন্ধারিয়া সুতিরপার তৃতীয়লিঙ্গ জনগোষ্ঠীর গুচ্ছগ্রামের বাসিন্দারা। পরিবারে ঠাঁই না পাওয়া এসব তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী মুজিববর্ষে সরকারের দেওয়া গুচ্ছগ্রামে আশ্রয় পেয়ে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছেন। আজ মঙ্গলবার সকালে আন্ধারিয়া সুতিরপার তৃতীয়লিঙ্গ জনগোষ্ঠীর গুচ্ছগ্রামে পরিদর্শনকালে তাদের সাথে কথা বলে এমন চিত্রই পাওয়া যায়। সেখানে বর্তমানে ৩৪ জন তৃতীয় লিঙ্গের মানুষ বসবাস করছেন। আরো কয়েকজন সেই গুচ্ছগ্রামে উঠার অপেক্ষায় রয়েছেন বলে জানালেন শেরপুর জেলা তৃতীয় লিঙ্গ কল্যাণ সংস্থার সভাপতি নিশি সরকার ও সাধারন সম্পাদক মুর্শেদা হিজড়া। 
শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুন জানান, আমি সম্প্রতি গুচ্ছগ্রামটি পরিদর্শনে যাই। সে সময় গুচ্ছগ্রামের পুরো এলাকাটি আমরা পরিদর্শন করি এবং কি কি সমস্যা রয়েছে, কারা কি করছেন, কীভাবে জীবন চালাচ্ছেন, সে সম্পর্কে হিজড়াদের নিকট জানতে চাই। গুচ্ছগ্রামের মাল্টিপারপাস কক্ষের সামনে হিজড়াদের অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মিলিত হিজড়ারা নিজেদের জীবন সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। হিজড়ারা গুচ্ছগ্রামের ঘরগুলোর ভিটি পাকা করা, বৃষ্টি হলে ঘরের সামনে পানি জমে যাওয়াসহ বিভিন্ন সমস্যার কথাও জানান। পরে তিনি গুচ্ছগ্রামের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশা ব্যক্ত করেন। তিনি আরও বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মধ্যে কিছু শিক্ষিত লোকজন রয়েছে। তাদেরকে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে ইন্টারনেটের মাধ্যমে আয় করার যোগ্য করে গড়ে তোলা হবে। 
নাগরিক সংগঠন জনউদ্যোগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, তৃতীয় লিঙ্গের লোকজন  নিজ নিজ বসতঘরে বসবাস করতে থাকায় এবং আত্মকর্মে নিয়োজিত আছেন। এর ফলে শহরে তৃতীয় লিঙ্গের লোকদের চাঁদাবাজি হ্রাস পেয়েছে। 
কামারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বারী চাঁন জানান, যারা এ গুচ্ছগ্রামে বসবাস করবে তাদের আত্মকর্মসংস্থান ও জীবনমান উন্নয়ন প্রয়োজনে সব ধরনের সহযোগিতা করা হবে। ইতিমধ্যে  জেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে ২ মাসের জন্য তেল, ডালসহ অন্যান্য খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।  
শেরপুর উপজেলা প্রাণি সম্পদক কর্মকর্তা  ডা. পলাশ কান্তি দত্ত  বলেন, আমরা ইতিমধ্যে মুজিববর্ষের উপহার স্বরূপ তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর জন্য গুচ্ছগ্রামটি পরিদর্শন করি। গুচ্ছগ্রামটি বিলের পাড়ে হওয়ায় হাস মুরগি ও গবাদি পশু পালন করে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে। এ ব্যাপারে উপজেলা প্রাণি সম্পদ একটি প্রকল্প হাতে নিয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat