×
ব্রেকিং নিউজ :
দক্ষতার সাথে দ্রুত কাজ করার তাগিদ গণপূর্তমন্ত্রীর গোপালগঞ্জে মুকসুদপুরে অভিযোগ প্রতিকার বিষয়ক সমন্বয় সভা নড়াইলে দুস্থদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ পিরোজপুরে ঈদ-উল ফিতরে ৩ লক্ষ দরিদ্র মানুষ পাচ্ছে ৯০৯ মেট্রিক টন চাল প্রথম বাংলাদেশী আম্পায়ার হিসেবে আইসিসি এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হলেন সৈকত রেলমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভিত্তি স্থাপনে বাংলাদেশি আমেরিকানদের প্রশংসায় ডোনাল্ড লু মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা তৃণমূলে ছড়িয়ে দেয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় : ওবায়দুল কাদের
  • প্রকাশিত : ২০২১-১২-১২
  • ৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, করসেবার মান উন্নয়ন এবং কর প্রক্রিয়া অটোমেশনের জন্য রাজস্ব প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার সুফল দেশের ব্যবসায়ীসহ সাধারণ জনগন ভোগ করবে।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সভাকক্ষে ‘ডিসিসিআই ট্যাক্স গাইড ২০২১-২২’ এর মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   
অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান,এনবিআর সদস্য আব্দুল মান্নান সিকদার, জাকিয়া সুলতানা ও শাহীন আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, করদান প্রক্রিয়া যত সহজ হবে, দেশের জনগন ততই কর প্রদানে উৎসাহিত হবেন এবং কর ফাঁকি দেওয়ার প্রবণতা কমে আসবে। তিনি জানান, আগামী ২০ বছরের প্রয়োজনের নিরিখে জাতীয় রাজস্ব বোর্ডে দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে একটি কাঠামো প্রণয়ন করা হচ্ছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন হবে।      
করদাতাদের সহায়তা প্রদানে ঢাকা চেম্বার নিয়মিতভাবে ট্যাক্স গাইড প্রকাশ করায় তিনি সংগঠনটিকে ধ্যবাদ জানান। অনুষ্ঠানে রহমাতুল মুনিম রাজস্ব ব্যবস্থাপনার উন্নয়নে সংশ্লিষ্ট স্টেকহোল্ডার এবং এনবিআর প্রতিনিধিদের সমন্বয়ে ‘টেকনিক্যাল’, ‘গবেষণা’ এবং ‘বিজনেস প্রসেস’ প্রভৃতি খাত ভিত্তিক ওয়ার্কিং কমিটি গঠনে ঢাকা চেম্বারের প্রস্তাবে ইতিবাচক মত দেন এবং বলেন, এর মাধ্যমে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় নিশ্চিত করা সম্ভব হবে। 
ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, সাধারণ জনগনের পাশাপাশি ব্যবসায়ী সমাজকে কর প্রদানে উৎসাহিত করার জন্য বিদ্যমান করনীতিমালার সহজীকরণের প্রয়োজন এবং দেশে একটি করবান্ধব পরিবেশ তৈরিতে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে ঢাকা চেম্বার একযোগে কাজ করছে, যা আগামীতে অব্যাহত থাকবে। তিনি বলেন, শতবর্ষ পুরোনো ‘আয়কর আইন’ সংশোধন ও যুগোপযোগীকরণের লক্ষ্যে এনবিআর কাজ করছে। তবে সকলের মতামতের ভিত্তিতে আইনটি চুড়ান্ত হলে, তা দীর্ঘমেয়াদে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
উল্লেখ্য, কর সংক্রান্ত বিষয়ে সহায়তা প্রদানে ঢাকা চেম্বার দীর্ঘদিন থেকে ট্যাক্স গাইড প্রকাশ করে আসছে। আয়কর, আমদানি শুল্ক ও মূল্য সংযোজন কর বিষয়ে সর্বশেষ সংশোধন এবং সংযোজন সন্নিবেশিত করে ২০২১-২২ অর্থবছরের উপযোগী করে এ বছরের ট্যাক্স গাইডটি তৈরি করা হয়েছে। এছাড়াও গাইডটিতে বিভিন্ন সিডিউল এবং এসআরওসমূহের তথ্য সন্নিবেশিত আছে, যা কিনা ব্যবসায়ী উদ্যোক্তা, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইনস্যুরেন্স কোম্পানি এবং অন্যান্য ব্যবসায় সংগঠনসমূহকে বিশেষভাবে সহায়তা করবে ও দেশের কর ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা প্রদান করবে।  
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ট্যাক্স গাইড ২০২১-২২-এর মোড়ক উন্মোচক করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat