×
  • প্রকাশিত : ২০২২-০১-১৯
  • ৫৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় কুমিল্লার চান্দিনায় নির্মাণাধীন ঘরের কাজ দ্রুত এগিয়ে চলছে। আজ আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘরগুলো উপজেলার বাড়েরা এলাকায় পরিদর্শন আসেন চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে অসহায় গৃহহীন ও ভূমিহীন পরিবারকে উপহার হিসেবে জেলার চান্দিনায় নির্মাণাধীন প্রকল্প ও গৃহ নির্মাণ কাজের অগ্রগতির বিষয়ে খোঁজখবর নিতে পরিদর্শনে করেন চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি স্বপ্ন ছিল দেশের কোন মানুষ না খেয়ে থাকবে না, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় চান্দিনা উপজেলায় নির্মাণাধীন ঘরের কাজ দ্রুত এগিয়ে চলছে।
ঘর পরিদর্শনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দেবেশ চন্দ্র দাস ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat