রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়াকে বিচ্ছিন্ন করতে পশ্চিমাদের প্রচেষ্টা ব্যর্থ হবে। এসময় তিনি চীন, ভারত, আলজেরিয়া এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কের গুরুত্বের কথা ইঙ্গিত করেছেন।
ল্যাভরভ বলেন, 'সম্মিলিত পশ্চিম আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ হাইব্রিড যুদ্ধ ঘোষণা করেছে। এটি কতদিন স্থায়ী হবে তা ভবিষ্যদ্বাণী করা কঠিন তবে এটি স্পষ্ট যে এর পরিণতি সবাই অনুভব করবে।'
তিনি আরও বলেন, 'সরাসরি সংঘাত এড়াতে আমরা সব করেছি- কিন্তু এখন চ্যালেঞ্জ প্রত্যাহার করা হয়েছে, আমরা অবশ্যই এটি গ্রহণ করি। আমরা নিষেধাজ্ঞার সঙ্গে অপরিচিত নই।'
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৮০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত ক্রমশ জোরদার হয়েছে।