×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২২-০৭-১৬
  • ৬৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়ন এবং আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় শেরপুর সদর উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৪৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের তত্বাবধানে বাস্তবায়নাধীন ঘরগুলোর প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে।
আগামী ২১ জুলাই সারাদেশে একযোগে এ পর্যায়ের ঘরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘরগুলোর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। তিনি আজ সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে ঘর নির্মাণের কাজ পরিদর্শন করেন। একই সাথে তিনি গুচ্ছগ্রাম পরিদর্শন করেন এবং পুনর্বাসিত পরিবারসমূহের সাথে তাদের সুযোগ সুবিধার বিষয়ে কথা বলেন। ওইসময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, ইউপি চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান হাবিবসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় অন্যান্য জনপ্রতিনিধি ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রীর এ ঘোষণার আওতায় সব উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তরের জন্য নির্মাণাধীন ৪৪টি বাড়ি প্রস্তুত রাখা হচ্ছে। ২ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে প্রতিটি হাফ বিল্ডিং টিনশেড বাড়িতে থাকছে দুটি থাকার কক্ষ, বারান্দা, একটি রান্নাঘর ও একটি পাকা ল্যাট্রিন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ওই ঘরগুলোসহ সারাদেশে নির্মিত ঘরগুলো ২১ জুলাই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat