×
ব্রেকিং নিউজ :
দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স : সমাজকল্যাণ মন্ত্রী ৬৪ জেলার স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি উল্লাপাড়ায় জামাত নেতার সাথে ছবি ভাইরালের ঘটনায় সংবাদ সম্মেলন দিনাজপুরে নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী জেলহাজতে কুমিল্লায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন রাঙ্গামাটিতে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন স্কাউটিংয়ের মূল দর্শন, কর্মসূচি ও কার্যক্রমগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহবান শিক্ষামন্ত্রীর বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান
  • প্রকাশিত : ২০২২-০৮-১১
  • ৪৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্যবসা-বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ ৫ বছর করার দাবি জানিয়েছে মেট্রোপলিপটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। 
ব্যবসায়ীরা বলেছেন, প্রত্যেক বছর লাইসেন্স নবায়নে অনেক সময় ও শ্রম অপচয় হচ্ছে। তাই যেকোন লাইসেন্সের নবায়ন ১ বছর ছাড়াও  ৫ বছরের জন্যে করার সুযোগ রাখা হোক। এর ফলে একটি প্রতিষ্ঠান যদি ৫ বছরের টাকা দিয়ে লাইসেন্স করে নিতে চায়, তাতে সরকারের রাজস্ব আয় প্রথম বছরেই নিশ্চিত হবে এবং ব্যবসায়ীরা লাইসেন্স নবায়নের কাজ একবাওে সেরে অন্যান্য জরুরি কাজে মনোযোগ নিতে পারবে। 
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে ‘৫ বছরের জন্য লাইসেন্স নবায়ন, ব্যবসা সহজীকরণ’ বিষয়ক আলোচনা সভায় ব্যবসায়ীরা এই দাবি করেন। 
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সভায় প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এমসিসিআই সভাপতি মো. সাইফুল ইসলাম, সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবীর, রপ্তানিমূখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল্লাহ আজিম, এমসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি কামরান টি রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বলেন, ‘আমাদের ৫ কিংবা ১০ বছরের জন্য একবারে লাইসেন্স দিয়ে দেওয়া কোন সমস্যা নয়। বরং এটা আমাদের জন্য সুবিধাজনক। কারণ একবারে আমরা ৫ বছরের ফি পেয়ে যাচ্ছি এবং আমারে দাপ্তরিক কাজকর্ম কমে যাবে। কিন্তু সমস্যা হলো- ট্রেড লাইসেন্সের ফি’র পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট এবং এআইটি আমাদেরকে আদায় করতে হয়। এর থেকে সিটি কর্পোরশেনকে যদি পরিত্রাণ দেওয়া হয়, তাহলে অব্যশই ৫ বছরের জন্য লাইসেন্স প্রদান করা যাবে।’
তিনি আরও বলেন, সরকার এনবিআরের এই ভ্যাট এবং এআইটি আলাদাভাবে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারে। ব্যবসায়ীরা এনবিআরের অংশটা আলাদাভাবে দিতে পারলে সিটি কর্পোরেশনের জন্য ট্রেড লাইসেন্সের নবায়ন মেয়াদ ৫ বছর করার আর কোন সমস্যা থাকে না। 
অনেকে ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছে উল্লেখ করে ফজলে নূর তাপস সব ব্যবসায়ীকে ট্রেড লাইসেন্স গ্রহণের অনুরোধ জানান। তিনি বলেন, ট্রেড লাইসেন্স প্রক্রিয়া সহজ করতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ শহরের বিভিন্ন এলাকায় প্রয়োজনে ক্যাম্প করতে পারে। যেখানে ব্যবসায়ীদের লাইসেন্স ইস্যু ও নবায়নের সব ধরণের সেবা প্রদান করা হবে।
নিরাপদ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে তিনি সরকার নির্ধারিত সময়সূচি মেনে দোকান-শমিংমলসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার আহবান জানান। তিনি বলেন, রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সিটি কর্পোরেশনও একটি বিজ্ঞপ্তি জারি করবে। আপনার এটা মেনে চলুন। শহর ভাল রাখার জন্য এটা দরকার। 
সিটি কর্পোরশেনের পরিসেবা সহজ করা হয়েছে উল্লেখ করে মেয়র বলেন,‘ব্যবসায়ীরা অনলাইনে এখন ট্রেড লাইসেন্সের আবেদন করতে পারেন। আমরা সেগুলো যাচাই করে লাইসেন্স দিয়ে দিচ্ছি। এখন ব্যাংকের মাধ্যমে ফি নেওয়ার ব্যবস্থা হয়েছে, আগামীতে লাইসেন্স ফি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেসের মাধ্যমে পরিশোধ করার সুযোগ তৈরি হবে।’ 
এমসিসিআই সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পৃথিবীব্যাপী যেই অনিশ্চিত পরিবেশের সৃষ্টি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। এমতাবস্থায় লাইসেন্স নবায়নের এই বিষয়টি সহজ করার দিকে মনোযোগ দিলে দেশে ব্যবসা সহজীকরণের ক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়ে যাব। 
তিনি বলেন, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান যত সহজে লোকবল লাগিয়ে নবায়নের কাজ করে যেতে পারে, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার পার্থক্যের কারণে ছোট প্রতিষ্ঠানগুলো কিন্তু তা পারে না। তাই  দেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর স্বার্থে ট্রেড লাইসেন্স নবায়ন মেয়াদন ৫ বছর বাড়িয়ে দিলে অনেক ভাল হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat