×
ব্রেকিং নিউজ :
রাঙ্গুনিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে চুয়েটের দুই শিক্ষার্থী নিহত এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত লালমনিরহাট দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বঙ্গবন্ধুর সমাধিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালকের শ্রদ্ধা জয়পুরহাট রেলের ৭২০০ স্কয়ার ফিট জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন: প্রধানমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে কিরগিজস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ আনু মুহাম্মদের চিকিৎসায় প্রধানমন্ত্রী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী এডিসের লার্ভা পেলে জেল ও জরিমানা করা হবে: ডিএনসিসি মেয়র ন্যাপ এক্সপো-২০২৪ উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • প্রকাশিত : ২০২২-১১-০৮
  • ৬৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসির বাংলা প্রথমপত্রে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক প্রশ্নপত্রটি যশোর শিক্ষা বোর্ড থেকে করা হয়েছে। এ ঘটনায় প্রশ্নপত্র তৈরি ও পরিশোধনকারী ৫ জনকে চিহ্নিত করা হয়েছে।
ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার আজ এই তথ্য নিশ্চিত করেছেন।অভিযুক্ত প্রশ্নপত্র প্রণেতা হলেন, ঝিনাইদহ জেলার মহেশপুরের ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পাল।
অন্য চারজন প্রশ্নপত্র পরিশোধনকারী হলেন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সহযোগী অধ্যাপক সৈয়দ তাজ উদ্দিন শাওন, সাতক্ষীরা সহকারী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. শফিকুর রহমান, নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ এবং কুষ্টিয়ার ভেড়ামারা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম।
তপন কুমার সরকার বলেন, ‘ঢাকা বোর্ডে এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যে বিতর্ক চলছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের একটা প্রচেষ্টা চলছিল। অভিযুক্তরা সবাই যশোর বোর্ডের। এই ঘটনায় যশোর বোর্ড থেকে একজন প্রশ্নপত্র প্রণেতা এবং চারজন প্রশ্নপত্র মডারেটর বা পরিশোধনকারী শনাক্ত করা হয়েছে।
তিনি বলেন, ‘এই ধরনের কর্মকান্ড শাস্তিযোগ্য অপরাধ। শিগগিরই অভিযুক্তদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিবে সংশ্লিষ্ট বোর্ড। যশোর বোর্ডের চেয়ারম্যানকে এই পাঁচজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রণালয়ে পাঠানোর জন্য সুপারিশ করেছি। এসব ক্ষেত্রে শিক্ষাবোর্ডগুলোকে আমরা সুপারিশ করতে পারি। কিন্তু এটা কার্যকর করে শিক্ষামন্ত্রণালয়।’
উল্লেখ্য, গত ৬ নভেম্বর রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা তাতে ঢাকা শিক্ষা বোর্ডের প্রশ্নপত্রের সৃজনশীল অংশে একটি প্রশ্নে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ উঠেছে।সুত্র:-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat