×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২২-১২-১২
  • ৪২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২’ উদযাপিত হয়েছে। ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ সোমবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৯টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে সিলেট জেলা প্রশাসন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সিলেটের জেলা প্রশাসনসহ সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে ডিজিটাল বাংলাদেশ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মজিবুর রহমান এর সভাপতিত্বে এতে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচকরা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি প্রেরণাদায়ী অঙ্গীকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প-২০২১ ঘোষণা করেন। এ রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে আধুনিক তথ্যপ্রযুক্তির প্রসারে বাংলাদেশ বিপ্লব সাধন করেছে। যে গতিতে বিশ্বে প্রযুক্তির বিকাশ ঘটেছে, তা সত্যিই অভাবনীয়।
তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ অদম্য গতিতে তথ্যপ্রযুক্তির মহাসড়ক ধরে এগিয়ে যাচ্ছে। আমাদের সাফল্য গাঁথা রয়েছে এই খাতে, যা সত্যিই গৌরব ও আনন্দের। ডিজিটাল দেশ হিসেবে সারা বিশ্বের বুকে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ। এর ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে সবাইকে কাজ করার জন্য সভায় আহ্বান জানানো হয়। দিবসটি উপলক্ষে সিলেট জেলার বিভিন্ন উপজেলায়ও নানা কর্মসূচি গ্রহন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat