সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এর বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া বক্তৃতাসমূহ থেকে গুরুত্বপূর্ণ বক্তৃতা নিয়ে ‘নির্বাচিত বক্তৃতামঞ্জরি’ শীর্ষক গ্রন্থ প্রকাশিত হয়েছে।
এই গ্রন্থটিতে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত দেয়া বক্তৃতা প্রকাশ পেয়েছে।
গ্রন্থটি সম্পাদনা করেছেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ আলতাফ হোসেন ও জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) ফয়সল হাসান। বইটি প্রকাশ করেছে পলল প্রকাশনী এবং মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।
উল্লেখ্য, বইটি ‘অমর একুশে বইমেলা'য় পলল প্রকাশনীর ৩৩১-৩৩২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।