×
  • প্রকাশিত : ২০১৮-০২-১৮
  • ৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গণঅর্থায়নে নির্মাণাধীন চলচ্চিত্র ‘আদিম’অর্থের অভাবে বন্ধ
বিনোদন ডেস্ক:-অর্থের অভাবে বন্ধ রয়েছে সিনেমাকারের ব্যানারে গণঅর্থায়নে নির্মাণাধীন চলচ্চিত্র ‘আদিম’। চলতি বছরের জানুয়ারি মাসের শেষার্ধে শুরু হওয়া ছবির বাজেট সংকুলান না হওয়ায় পরিচালক যুবরাজ শামীম নির্মাণে বিরতি দিতে বাধ্য হয়েছেন।নির্মাতা চলচ্চিত্রটি নির্মাণের জন্য একক কোনো প্রযোজকের অপেক্ষায় না থেকে ছবির মোট খরচকে পাঁচ হাজার টাকা প্রতি ইউনিট শেয়ারে ভাগ করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে শেয়ার বিক্রি শুরু করেন। প্রাথমিক অবস্থায় যুবরাজ শামীম ৬০টি শেয়ার বিক্রি করার লক্ষ্য স্থির করলেও ৩৮টি শেয়ার বিক্রি করতে সক্ষম হন।পরিচালক জানান, লোকেশন-সংক্রান্ত জটিলতা এবং সময়ের সঙ্গে ছবির ব্যয়ভার বেড়ে যাওয়ার ঝুঁকি থাকায় স্বল্প টাকা নিয়েই ছবি নির্মাণে হাত দেন তিনি। এদিকে ছবির প্রি-প্রোডাকশনের শুরু থেকেই প্রায় ছয় মাস নির্মাতা টঙ্গীর ব্যাংক মাঠ নামে একটি বস্তিতে রয়েছেন এবং সিনেমার প্রতিটি চরিত্রে অভিনয় করছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ এ সময়ে অপেশাদার চরিত্র ও লোকেশনসহ সার্বিক ব্যবস্থপনা করতেও তাঁকে আর্থিকভাবে হিমশিম খেতে হয়েছে।নির্মাতা যুবরাজ শামীম  বলেন, ‘আমি মোটেই ভেঙে পড়ছি না, এখন পর্যন্ত বহু মানুষের ভালোবাসা পেয়েছি আর নির্মাণের ক্ষেত্রে সৎ থাকলে সর্বশেষে ভালোবাসা নিয়েই ছবিটির জন্ম হবে, আমি তা গভীরভাবে বিশ্বাস করি।’এরই মধ্যে ছবিটির ১৬৬টি দৃশ্যের মধ্যে ৭৪টি দৃশ্যের কাজ সম্পন্ন হয়েছে। আবহাওয়া, লোকেশন-সংক্রান্ত জটিলতা এবং অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে অনিশ্চয়তার মুখে দ্রুত কাজ শেষ করে ফেলা জরুরি বলে মনে করেন নির্মাতা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat