×
ব্রেকিং নিউজ :
প্রতিবন্ধীদের মূল ধারায় আনার প্রচেষ্টা আছে সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী জাতির পিতার সমাধিতে ত্রাণ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্যের শ্রদ্ধা দিনাজপুরে গ্রীষ্মকালীন টমেটোর বাম্পার ফলন তাপপ্রবাহে টুঙ্গিপাড়ায় প্রশান্তির নীড় ‘কৃষক সেড’ দিনাজপুরে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা এসটিপি ছাড়া নতুন বিল্ডিং করার অনুমোদন নয় : গণপূর্ত মন্ত্রী ঢাকা-ব্যাংকক রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে নারীর প্রতি বৈষম্য দূর করতে সরকার নিরন্তর কাজ করছে : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শেরেবাংলার অসীম মমত্ববোধ, কর্মপ্রচেষ্টা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : শেখ হাসিনা
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৭
  • ৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খণ্ডবিখণ্ড হবে বিএনপি, ভবিষ্যদ্বাণী কামরুলের
নিজস্ব প্রতিনিধি:- সরকার বিএনপিকে ভাঙার ষড়যন্ত্র করছে-দলের নেতাদের এমন অভিযোগের মধ্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বিএনপি ভেঙে যাবে হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি মনে করেন, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান নেতৃত্বে থাকলে তার ওপর ‘ঘৃণার কারণে’ বিএনপি খণ্ডবিখণ্ড হয়ে যাবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় খাদ্যমন্ত্রী এ কথা বলেন। তবে বিএনপিতে ভাঙন ধরাতে সরকারের কোনো চেষ্টা নেই বলেও জানিয়ে দেন তিনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এই সদস্য বলেন, ‘বিএনপির অভিযোগ সরকার বা আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করছেন। সরকার বা আওয়ামী লীগের বিএনপিকে ভাঙার কোনো প্রয়াস নেই।’ ‘এগুলো আপনারা করেছেন। বিভিন্ন সময়ে আপনারা সরকারের থাকার সময় করেছেন। আমাদের এগুলো করার কোন অভিপ্রায় নাই।’ আগের দিন রাজধানীতে এক আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের বিরুদ্ধে বিএনপিকে ভাঙার চেষ্টার অভিযোগ আনেন। তিনি বলেন, ‘আমাদের নেত্রী কারাগারে আছেন। তাকে অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হয়েছে। এমন সময় বিভিন্নভাবে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে সরকার।’ ‘তারা কতো বড় দুর্বল। দল ভাঙার চেষ্টা করে! আমাদের বিষয়ে মিথ্যা কথা লেখে সোশ্যাল মিডিয়াতে। এই মিথ্যা প্রচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে।’ তবে কামরুল বলেন, বিএনপি ভাঙবে তারেকের ওপর ঘৃণা থেকে। খালেদা জিয়াকে কারাগারে নেয়ার পর তারেককে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে যার নেতৃত্বে দল চলছে সে একজন ফেরারি আসামি। আপনাদের শুভবুদ্ধিসম্পন্ন নেতারা একজন ফেরারি আসামির নেতৃত্ব মানতে চায় না, তাকে ঘৃণাভরে দেখেন। এই ঘৃণা করার কারণে যদি বিএনপি ভাঙতে পারে।’ ‘তাকে (তারেক রহমান) পছন্দ না করার জন্য বিএনপি ভাঙলে আমাদের কিছু করার নাই। আর এই অপছন্দ করার জন্য বিএনপি ভেঙে খণ্ড বিখণ্ড হবে এটাই আমরা মনে করি।’ আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে বিএনপি ভোটে আসতে চাচ্ছে না বলেও দাবি করেন খাদ্যমন্ত্রী। বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তি না দিলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা জনগণকে বিভ্রান্ত করার জন্য আপনারা বলছেন।’ ‘নির্বাচনে জয়লাভ করতে পারবেন না এ কথা আপনারা জানেন। কাজেই নির্বাচন থেকে কীভাবে দূরে থাকা যায় এর জন্য দূরভিসন্ধিতে ব্যস্ত হয়ে আছেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat