×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০১৮-০৪-১০
  • ৪৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দাদাসাহেব ফালকে পাচ্ছেন রণবীরও
বিনোদন ডেস্ক:- ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কার-২০১৮ পাচ্ছেন হালের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংও। নির্মাতা সঞ্জয় লীলা বানসালির মহা বিতর্কিত ও সমালোচিত ‘পদ্মাবত’ ছবিতে দিল্লির অত্যাচারী সুলতান আলাউদ্দিন খিলজির চরিত্রে তার অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার পেতে যাচ্ছেন নায়ক। দাদাসাহেব ফালকে ফাউন্ডেশনের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।
২০১০ সালে যশরাজ ফিল্মসের ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু রণবীরের। মাত্র সাত বছরের ক্যারিয়ারে অনেক কিছুই পেয়েছেন তিনি। ছাড়িয়ে গেছেন বলিউডের অনেক বাঘা বাঘা অভিনেতাদের। উপহার দিয়েছেন লুটেরা,  গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা, গুণ্ডে, দিল ধাড়কানে দো, বাজিরাও মাস্তানি ও পদ্মাবত’র মতো ছবিগুলো। সেই রণবীরের মুকুটে এবার লাগতে চলেছে নয়া মুকুট। বাস্তব জীবনে রণবীর যতই ছন্নছাড়া হোন না কেন, ছবির চরিত্রের জন্য তিনি সব সময়ই নিজেকে পুরোপুরি পরিচালকদের হাতে সঁপে দেন। এটাই হচ্ছে নায়কের ভাগ্যের সোনার কাঠি। একেতো রণবীর ও দীপিকার বিয়ের খবরে মশগুল বলিপাড়া। তারই মধ্যে রণবীরের দাদা সাহেব ফালকে প্রাপ্তির খবরে খুশি দ্বিগুন হল। ছবির পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রী সবাই গর্বিত রণবীরের এই সাফল্যে। শুধু রণবীর নয়, এ বছর দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন তার প্রথম ছবি ‘ব্যান্ড বাজা বারাত’-এর নায়িকা আনুশকা শর্মাও। তবে অভিনয়ের জন্য নয়, আনুশকা পুরস্কার পাচ্ছেন সফল নারী প্রযোজক হিসেবে। অভিনয়ের পাশাপাশি নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্লিন স্লেট ফিল্মস’ থেকে এনএইচ-১০, ফিল্লোরি ও পরী নামে তিনটি ছবি প্রযোজনা করেছেন তিনি। তিনটি ছবিই বেশ ভালো ব্যবসা করেছে। প্রসঙ্গত, ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কার। ভারত সরকারের সূচনা এবং প্রসারণ মন্ত্রণালয় দ্বারা প্রতিষ্ঠিত ডিরেক্টরেট অব ফিল্ম ফেস্টিভ্যাল নামক সংস্থা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সমারোহে এই পুরস্কারটি প্রদান করে। ভারতীয় চলচ্চিত্রের প্রগতি ও উন্নতির জীবনব্যাপী অবদানের স্বীকৃতি স্বরূপ সাধারণত এই পুরস্কার দেয়া হয়। ১৯৬৯ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। ভারতীয় চলচ্চিত্র জগত থেকে বেশ কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব দ্বারা গঠিত একটি কমিটি প্রতি বছর পুরস্কার প্রাপকের নাম নির্বাচন করেন। পুরস্কার হিসেবে একটি স্বর্ণকমল পদক, নগদ এক লাখ রূপি ও একটি শাল প্রদান করা হয়। ভারতীয় চলচ্চিত্রের জনক বলে পরিচিত ফালকে নামে একজন পরিচালক ছিলেন। যিনি ১৯১৩ সালে ‘রাজা হরিশচন্দ্র’ নামে ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্যে চলচ্চিত্র নির্মাণ করেন। তার নামানুসারেই এই পুরস্কারের নামকরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat