×
ব্রেকিং নিউজ :
দক্ষতার সাথে দ্রুত কাজ করার তাগিদ গণপূর্তমন্ত্রীর গোপালগঞ্জে মুকসুদপুরে অভিযোগ প্রতিকার বিষয়ক সমন্বয় সভা নড়াইলে দুস্থদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ পিরোজপুরে ঈদ-উল ফিতরে ৩ লক্ষ দরিদ্র মানুষ পাচ্ছে ৯০৯ মেট্রিক টন চাল প্রথম বাংলাদেশী আম্পায়ার হিসেবে আইসিসি এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হলেন সৈকত রেলমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভিত্তি স্থাপনে বাংলাদেশি আমেরিকানদের প্রশংসায় ডোনাল্ড লু মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা তৃণমূলে ছড়িয়ে দেয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় : ওবায়দুল কাদের
  • প্রকাশিত : ১৯৭০-০১-০১
  • ১০১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্র ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বলছে, এটি একটি অনিয়মের খনি। ২১৩টি কেন্দ্রে শতভাগ ভোট পড়া অসঙ্গতিপূর্ণ। এই ফলাফল তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রপতির কাছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে সুজনের পক্ষ থেকে সংসদ নির্বাচনের ফলাফলের নানা অসঙ্গতি তুলে ধরা হয়।

একাদশ জাতীয় নির্বাচনের প্রায় ছয় মাস পর কেন্দ্র ভিত্তিক পূর্ণাঙ্গ ফলাফল নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। এই ফলাফল বিশ্লেষণে সুজন জানায়, ১০৩টি আসনের ২১৩টি ভোটকেন্দ্রে ১০০ ভাগ ভোট পড়েছে। শুধু তাই নয়, সারা দেশে ৫৮৭ কেন্দ্রে একক প্রতীকে ভোট পড়েছে, এসব কেন্দ্রে অন্য কোনো প্রার্থী একটি ভোটও পাননি।

অসঙ্গতিপূর্ণভাবে কোনো রকম আগামাথা ছাড়াই এসব হয়েছে বলে মন্তব্য করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি আরো বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার যে স্বাক্ষরিত তথ্য আর এখনকার যে তথ্য দুইটার মধ্যে অমিল রয়েছে। তাহলে কোনটা সত্য? একটি ভোটও পায়নি যে প্রার্থী, যুগান্তরে নিউজ হয়েছে। সেই প্রার্থীকে এবার ২৪৩ ভোট দেওয়া হয়েছে। এটা কী কারণে হয়েছে?’

সংবাদ সম্মেলন থেকে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে এই অনিয়মের অভিযোগগুলো তদন্ত করে যারা এর জন্য দায়ী বিশেষ করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান সুজন সম্পাদক।

সুজন ফলাফল বিশ্লেষণে আরো দেখেছে, চারটি আসনে রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফল ও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঘোষিত ফলাফলে গড়মিল রয়েছে।

প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনারকে অন্য কোনো ব্যাপারে না হলেও রোজ হাশরের দিন এই নির্বাচনের ফলাফল নিয়ে তাঁকে প্রশ্নের সম্মুখীন হতে হবে।

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, বাজেটে প্রচুর টাকা খরচ হচ্ছে। কিন্তু টাকাটা কোথায় খরচ হচ্ছে, কাদের মাধ্যমে খরচ হচ্ছে, কীভাবে খরচ হচ্ছে, এগুলা কিন্তু বোঝা যাচ্ছে না। এটা কিন্তু এই জাতীয় নির্বাচনের প্রভাব।

সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, ‘এই ফলাফল দেখে, এই নির্বাচন সুষ্ঠু হয়েছে, এটা আমার দৃষ্টিতে পাগল ছাড়া কেউ দাবি করতে পারবে না।’

ইভিএম ব্যবহৃত ভোটকেন্দ্রগুলোতে ভোটের হার ২৯ শতাংশ কম ছিল। ফল বিশ্লেষণে আরো দেখা যায়, মোট গড়ের হিসেবে নৌকা প্রতীকে ২২ শতাংশ ভোট কম পড়েছে ইভিএমে। এবং ধানের শীষে ৫ শতাংশ গড় ভোট বেশি পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat