×
ব্রেকিং নিউজ :
ভূমি খাতে রাজস্ব বাড়ানোর ক্ষেত্র চিহ্নিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ ভূমিমন্ত্রীর বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা ব্যাপক : এডিবি আবাসিক প্রধান উন্নয়নের রোল মডেল হিসেবে ইতিহাসে শেখ হাসিনার নাম লেখা থাকবে : ধর্মমন্ত্রী অসংক্রামক রোগের প্রকোপ নিয়ন্ত্রণে বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবী বাংলাদেশ থেকে আম নিতে আগ্রহী চীন : কৃষিমন্ত্রী ঝালকাঠিতে শুরু হয়েছে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে : ওবায়দুল কাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামীকাল ওষুধের মূল্যবৃদ্ধি রোধকল্পে ব্যবস্থা নিতে নির্দেশ হাইকোর্টের তাবদাহ আরো বাড়তে পারে
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৪
  • ৮৭৮৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারীতে কমেছে তিস্তার ঢলের পানি। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় ডালিয়ায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর আগে সকাল ছয়টায় ৪০ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাযায়, আজ সন্ধ্যা ছয়টায় ডালিয়ায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর আগে সকালে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার, সকাল নয়টায় ৩২ সেন্টিমিটার, দুপুর ১২টায় ১৭ সেন্টিমিটার এবং বিকেল তিনটায় সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।
বৃহস্পতিবার সকাল ছয়টায় ওই পয়েণ্টে নদীর পানি বিপৎসীমার ১৯ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে সন্ধ্যা ছয়টায় ৩৫ সেণ্টিমিটার এবং রাত নয়টায় ৩৭ সেণ্টিমিটার ওপরে উঠে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারেজের সবকটি জলকপাট (৪৪টি) খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড।
উজানের ঢল ও অতিবৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে। ফলে নদী বেষ্টিত জেলার ডিমলা উপজেলার সাতটি ইউনিয়নের  ১৫টি চর গ্রামের তিন সহ¯্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। 
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, ‘ভারীবৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পায়। আজ সকাল ছয়টায় ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৪০ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সন্ধ্যায় ছয়টায় পানি কমে সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat