×
ব্রেকিং নিউজ :
নওগাঁয় কৃষিকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত তেহরানের ২টি বিমানবন্দরে আবারো ফ্লাইট চালু জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস-এর মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক প্রধানমন্ত্রী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন: অর্থমন্ত্রী রাঙ্গামাটিতে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাশের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক পরলোকে জাতীয় পতাকার অন্যতম নকশাকার শিব নারায়ন দাশ জাতিসংঘে ফিলিস্তিনের সদস্য পদের বিরুদ্ধে মার্কিন ভেটোর নিন্দা হামাসের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ভোটগ্রহণ শুরু দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স : সমাজকল্যাণ মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০১-৩১
  • ৬২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। আজ সকাল ১০টা ৪০ মিনিটে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজের গাড়িতে করেই বাড়ি ফেরেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক। গাঙ্গুলী সম্পূর্ণ সুস্থ আছেন বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।
দ্বিতীয়বার মত বুকে ব্যথা নিয়ে গত ২৭ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন গাঙ্গুলী। হাসপাতালে যাবার পর গাঙ্গুলীর ইকো-ইসিজির রিপোর্টে সমস্যা দেখা যায়। এরপর ২৮ জানুয়ারি গাঙ্গুলীর হৃদযন্ত্রে দু’টি রিং বসানো হয়।
হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি এবং অশ্বিন মেহতার তত্ত্বাবধানে গাঙ্গুলীর হৃদযন্ত্রে রিং বসানোর প্রক্রিয়াটি সম্পন্ন হয়। হাসপাতাল থেকে বের হয়ে দেবী শেঠি জানিয়েছিলেন, ‘পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো সমস্যা হয়নি।’
গাঙ্গুলীকে বাসায় যাবার অনুমতি দিয়ে চিকিৎসক আফতাব খান বলেন, ‘সুস্থ আছেন সৌরভ। তাই তাকে বাসায় যাবার অনুমতি দেয়া হয়েছে। তবে বিশ্রামে থাকতে বলা হয়েছে তাকে।’
গত ২ জানুয়ারি সকালে জিম করার সময় বুকে ব্যথা নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন গাঙ্গুলী। হৃদযন্ত্রে তিনটি ‘ব্লক’ ধরা পড়ে তার। একদিন পরই তার হৃদযন্ত্রে একটি রিং বসানো হয়। তবে বাকী দু’টি রিং তখন বসানো হয়নি।
তবে একটি রিং পড়ানোর পর গাঙ্গুলীকে পর্যবেক্ষণ করে পুরোপুরি ফিট বলে ঘোষনা দিয়েছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। তাই এক সপ্তাহ হাসপাতালে থেকে গত ৭ জানুয়ারি সুস্থ হয়ে বাড়ি ফিরেন গাঙ্গুলী। কিন্তু ৩ সপ্তাহ হবার আগেই আবারো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন গাঙ্গুলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat