×
ব্রেকিং নিউজ :
দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স : সমাজকল্যাণ মন্ত্রী ৬৪ জেলার স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি উল্লাপাড়ায় জামাত নেতার সাথে ছবি ভাইরালের ঘটনায় সংবাদ সম্মেলন দিনাজপুরে নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী জেলহাজতে কুমিল্লায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন রাঙ্গামাটিতে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন স্কাউটিংয়ের মূল দর্শন, কর্মসূচি ও কার্যক্রমগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহবান শিক্ষামন্ত্রীর বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান বিচারপতি মোঃ আশফাকুল ইসলাম বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ প্রাণি ও মৎস্যসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান
  • প্রকাশিত : ২০২১-০৩-০২
  • ৫৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নীতি এবং গতিশীল নেতৃত্বে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ গত ১০ বছরে ভালো করেছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে। জাতিসংঘের কমিটি ফর ডেভলপমেন্ট পলিসি (সিডিপি) স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) অবস্থান থেকে বাংলাদেশের উত্তরণের সুপারিশ করেছে। দেশের অর্থনীতি অন্যান্য দেশের চেয়ে গত ১০ বছরে ভালো করেছে।” রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের সদর দফতরে ভার্চুয়ালি ‘বঙ্গবন্ধু কর্নার এবং মুজিব কর্নার’ উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব এম আসাদুল ইসলাম এবং সোনালী ব্যাংক পরিচালনা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন। সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো.আতাউর রহমান প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। তিনি বলেন, “কোভিড ১৯ মহামারি সত্ত্বেও অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো করছে। আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমরা জাতিসংঘের এই স্বীকৃতি পেয়েছি।” তিনি কোভিড ১৯ মহামারিকালে উদ্দীপনা প্যাকেজের ব্যবস্থা করে এবং দেশের অর্থনীতি স্থিতিশীল রাখায় অবদানের জন্য সকল ব্যাংকের ভূয়সী প্রশংসা করেন।
বঙ্গবন্ধু এবং মুজিব কর্নার স্থাপনের জন্য সোনালী ব্যাংককে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও মুজিব কর্নার স্থাপন বঙ্গবন্ধু এবং তার জীবন ও দেশের জন্য সংগ্রাম সম্পর্কে জানতে সহায়ক হবে।
এম আসাদুল ইসলাম বলেন, কর্নারটি পরবর্তী প্রজন্মের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে সহায়ক হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে জ্ঞান আহরণের মাধ্যমে তারা এই জ্ঞান তাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
মো: আতাউর রহমান প্রধান জানান, প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর জন্য সরকার ২ শতাংশ উদ্দীপনা সুবিধা দেয়ার সুবাদে রেমিটেন্স প্রবাহ ব্যাপক বৃদ্ধি পেয়েছে।2

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat