×
ব্রেকিং নিউজ :
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কক্সবাজারে ভোটার তালিকায় থাকা রোহিঙ্গাদের তালিকা চেয়ে হাইকোর্ট আদেশ মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের লস এ্যাঞ্জেলেস এফসিতে যোগ দিচ্ছেন ফরাসি তারকা গিরুদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩ জন বিচারপতি নিয়োগ আগামীতে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা হবে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট : ধর্মমন্ত্রী কুমিল্লায় সূর্যমুখী চাষে কৃষকের আগ্রহ বাড়ছে গাজা যুদ্ধ নিয়ে প্রতিবাদ ॥ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে ১৩৩ জন গ্রেফতার থাইল্যান্ডের পথে প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৩-৩১
  • ৬৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় মা জহুরাকে হত্যা মামলার রায়ে তার নিজের দুইপুত্র ও দুই পুত্রবধূকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
রায়ে দ- প্রাপ্তদের ২০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশও প্রদান করেন।
আজ বুধবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) বিচারক বেগম ইসরাত জাহান জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি এডভোকেট নাসিমুল করিম হলি জানান, জেলার শিবগঞ্জ উপজেলার তালিবপুর (নয়াপাড়া) গ্রামের বাসিন্দা জহুরার তিন ছেলে। তিনি তার তিনছেলের মধ্যে ছোট ছেলে জসিমউদ্দিনকে ৪০ শতক জমি লিখে দেন। জমি লিখে দেওয়ার ঘটনায় জসিমের অপর দুইভাই জহির উদ্দিন (৪৫) তার স্ত্রী রেহানা বিবি (৪০) এবং ইয়াছিন আলী (৪২) ও তার স্ত্রী মোছা. রহিমা বিবি (৩৫) ক্ষিপ্ত হয়ে বিগত ২০০৮ সালের ৭ জুলাই নিজেদের মা জহুরা বিবিকে হত্যার পর বাড়ির পাশের একটি পতিত জমিতে মরদেহ ফেলে রাখে। পুলিশ ওইদিন সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় নিহত জহুরা বিবির ছোট ছেলে জসিম বাদী হয়ে তার আপন দুই বড়ভাই ও দুই ভাবীকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলা তদন্ত করে ২০০৮ সালের ১৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন শিবগঞ্জ থানার তৎকালিন তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে নিহত জহুরা বিবির দুইপুত্র এবং তাদের দুই পুত্রবধু অভিযুক্ত করা হয়।
পরবর্তিতে আইনি প্রক্রিয়া শেষে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) বিচারক বেগম ইসরাত জাহান আজ রায় ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat