Logo
×
ব্রেকিং নিউজ :
ভোলার চরফ্যাসনে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্যশস্য বিতরণ হেফাজত নেতা আতাউল্লাহ ও শাখাওয়াত ছয় দিনের রিমান্ডে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হচ্ছে শত বছরের মাস্টার প্ল্যান লিবিয়ায় আটকে পড়া ১৬০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে রাষ্ট্রপতি আগামীকাল দ্বিতীয় ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন নিবেন প্রধানমন্ত্রী বিপন্ন মানবতার পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করছেন : ওবায়দুল কাদের সকল রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ভ্যানগার্ড হিসেবে কাজ করবে আওয়ামী লীগ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন পররাষ্ট্রমন্ত্রী টেকসই নগরায়নের পাশাপাশি গ্রামগুলোকেও পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় ১ হাজার গাছ লাগানো হচ্ছে
  • আপডেট টাইম : 26/04/2021 06:46 PM
  • 24 বার পঠিত

সিলেটে করোনায় একদিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা ৩৩৭জনে দাঁড়াল।আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, গত ২৫ ঘণ্টায় বিভাগে আরও ৮৮ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর বিপরীতে সুস্থ হয়েছেন ১৬৬ জন।
নতুন শনাক্তদের মধ্যে ৭২ জন সিলেট জেলার, সুনামগঞ্জ জেলার ২ জন, হবিগঞ্জ জেলার ৫ জন এবং মৌলভীবাজার জেলার ৬ জন রয়েছেন। মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জন সিলেট জেলার এবং ১ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
সবমিলিয়ে সিলেট বিভাগে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা ২০ হাজার ৩২০ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৩ হাজার ২ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭১৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৩২০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৮২ জন রয়েছেন।
সিলেট বিভাগে এখন পর্যন্ত ৩৩৭ জন করোনাভারাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে সিলেট জেলার ২৬৫ জন, সুনামগঞ্জের ২৭ জন, হবিগঞ্জের ১৮ জন এবং মৌলভীবাজার জেলার ২৭ জন।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৬০৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ১২ হাজার ১৩৫ জন, সুনামগঞ্জের ২ হাজার ৬০৪ জন, হবিগঞ্জের ১ হাজার ৭৭০ জন এবং মৌলভীবাজার জেলার ২ হাজার ১০০ জন।
বর্তমানে ২৬৬ জন শনাক্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট করোনা আইসোলেশন সেন্টার, ওসমানী মেডিকেল হাসপাতাল আইসোলেশন ইউনিটসহ বিভিন্ন হাসপাতালে ২৪২ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪ জন, হবিগঞ্জ হাসপাতালে ১৩ জন এবং মৌলভীবাজারের হাসপাতালে ৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...