Logo
×
ব্রেকিং নিউজ :
ভোলার চরফ্যাসনে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্যশস্য বিতরণ হেফাজত নেতা আতাউল্লাহ ও শাখাওয়াত ছয় দিনের রিমান্ডে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হচ্ছে শত বছরের মাস্টার প্ল্যান লিবিয়ায় আটকে পড়া ১৬০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে রাষ্ট্রপতি আগামীকাল দ্বিতীয় ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন নিবেন প্রধানমন্ত্রী বিপন্ন মানবতার পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করছেন : ওবায়দুল কাদের সকল রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে ভ্যানগার্ড হিসেবে কাজ করবে আওয়ামী লীগ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন পররাষ্ট্রমন্ত্রী টেকসই নগরায়নের পাশাপাশি গ্রামগুলোকেও পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় ১ হাজার গাছ লাগানো হচ্ছে
  • আপডেট টাইম : 28/04/2021 07:36 PM
  • 28 বার পঠিত

সিলেট বিভাগে গত একদিনে করোনাভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৭৩ জন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে বুধবার সকাল পর্যন্ত গত একদিনে করোনাভাইরাসে সিলেট বিভাগে মৃত ২ জনের মধ্যে সিলেট জেলার ১ জন ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যুবরণ করেছে ৩৪১ জন। এরমধ্যে সিলেট জেলার ২৬৮ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৮ জন রয়েছেন। সিলেট বিভাগে গত একদিনে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৭৩ জন, আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৬২, সুনামগঞ্জের ২ ও হবিগঞ্জের ৪ ও মৌলভীবাজার জেলার ৫ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা ২০ হাজার ৪৮৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ১৩৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭২০ জন, হবিগঞ্জে ২ হাজার ৩৩৮ ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ২৯৪ জন রয়েছেন।
এদিকে গত একদিনে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৩৭ জন। এরমধ্যে সিলেট জেলার ১৯৯, হবিগঞ্জের ৩ ও মৌলভীবাজার জেলায় ১৫ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা থেকে মোট সুস্থতার সংখ্যা ১৮ হাজার ৮৮৪ জন। এর মধ্যে সিলেট জেলার ১২ হাজার ৩৭৭, সুনামগঞ্জের ২ হাজার ৬০৪, হবিগঞ্জের ১ হাজার ৭৭৩ মৌলভীবাজার জেলার ২ হাজার ১৩০ জন রয়েছেন।
অন্যদিকে সিলেট বিভাগের চার জেলায় গত একদিনে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৩ জন, এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগে মোট ২৫০ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যার মধ্যে সিলেট জেলায় ২২৪, সুনামগঞ্জের ৪, হবিগঞ্জে ১৪ ও মৌলভীবাজার জেলায় ৮ জন রয়েছেন। অপরদিকে গত একদিনে সিলেট বিভাগে ৫২ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এনিয়ে সিলেট বিভাগে বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৪৫ জন, এরমধ্যে সিলেট জেলায় ৬১৯, হবিগঞ্জে ৪ ও মৌলভীবাজার জেলার ২২ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...