×
ব্রেকিং নিউজ :
চীনের সঙ্গে এফটিএ করতে সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন বিনিময় জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : আব্দুর রহমান পণ্যের দাম বাড়াতেই বিএনপির ভারত বর্জন কর্মসূচি : নাছিম কর্ণফুলী নদীতে ফিশিং বোটে বিস্ফোরণ, দগ্ধ ৪ জনকে চমেকে ভর্তি যুক্তরাষ্ট্রে ছুরি হামলায় ৪ জন নিহত নিরাপত্তা নিয়ে আলোচনা করতে রুশ গোয়েন্দা প্রধানের উ.কোরিয়া সফর : কেসিএনএ গাজায় কয়েকটি হাসপাতালের আশপাশে ইসরায়েল হামাস তুমুল লড়াই চলছে যখন দলকে আর সহযোগিতা করতে পারবো না তখন অবসরে যাব : মেসি প্রেমের কথা নিজেই ফাঁস করলেন দিতিপ্রিয়া রাঙ্গামাটির বিলাইছড়িতে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৬টি বসতঘর
  • প্রকাশিত : ২০২১-০৭-২৭
  • ৮৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাগতিক দেশ হিসেবে বিশ্বের বেশির ভাগ দেশই অলিম্পিক পদকের শীর্ষে অবস্থান করেছে। ২০০৮ বেইজিং অলিম্পিকে চীন, ২০১২ সালে লন্ডন অলিম্পিক ইংল্যান্ড, ২০১৬ রিও অলিম্পিকে ব্রাজিল পদক তালিকায় নিজেদের আধিপত্যের জানান দিয়েছিলো। এবার জাপানও হাঁটছে একই পথে।
গেমসের শেষদিন পর্যন্ত কি হবে সেটা এখনই বলা মুশকিল তবে আপাতত গেমসের চতুর্থ দিন এসেও পদক তালিকায় শীর্ষে রয়েছে আয়োজক দেশ জাপান। টানা দ্বিতীয় দিনের মত শীর্ষস্থান দখলে রাখলো স্বাগতিক অ্যাথলেটরা। মোট ১০টি স্বর্ণ পদক জিতেছে জাপান। ৯টি করে স্বর্ণ পদক জিতেছে যুক্তরাষ্ট্র এবং চীন।
আজ মঙ্গলবার নতুন করে সাতটি দেশ নিজেদের নামের পাশে স্বর্ণ পদক লিখতে পেরেছে। এতে এখন পর্যন্ত সোনা জেতা দেশের সংখ্যা হলো ৩০টি। পদক তালিকাতেও দেশের সংখ্যা বেড়েছে। গতকাল পর্যন্ত ৫১টি দেশ পদক জিতেছে। আজ নতুন করে আরও পাঁচটি দেশ পদকের স্বাদ পেয়েছে। ৩০টি দল অন্তত একটি সোনা জিতেছে। ১৬টি দেশ অন্তত একটি রুপা জিতেছে। আর শুধু ব্রোঞ্জ জেতা দেশের সংখ্যা ১০টি।
গতকাল পদক তালিকায় চীন একটু পিছিয়ে পড়েছিল। গতকাল কোনো সোনা না জেতা দেশটি আজ জিতেছে ৩টি সোনা। গতকালের সঙ্গে দুটি সোনা যোগ করেছে শীর্ষে থাকা জাপান।
গতকালের সঙ্গে দুটি সোনা যোগ করেছে যুক্তরাষ্ট্রও। সফট বল ও জিমন্যাস্টিকসে দুটি সোনা ফসকে না গেলে আজ হয়তো শীর্ষে উঠে যেত তারা। আজ চিনের মতোই তিনটি সোনা জিতেছে রাশিয়া। ওদিকে ব্রিটেন জিতেছে একটি সোনা। দক্ষিণ কোরিয়া কোনো সোনাই জিততে পারেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat