×
ব্রেকিং নিউজ :
বঙ্গবন্ধু কন্যা তৃণমুল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন : হুইপ ইকবালুর রহিম উপজেলা নির্বাচনের সময় আওয়ামী লীগের সম্মেলন ও কমিটি গঠন বন্ধ থাকবে : ওবায়দুল কাদের কাল থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট : তীব্র গরমে আইনজীবীদের গাউন পরতে হবে না তাপদাহের কার সব স্কুল-কলেজ ৭ দিন বন্ধ থিম্পুতে বাংলাদেশ ও ভুটানের পররাষ্ট্র বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেনা ঘাঁটিতে বিস্ফোরণের সময় আকাশে কোনো ড্রোন বা বিমান ছিল না : ইরাক তুরস্কের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন হামাস নেতা হানিয়াহ থাই-মিয়ানমার সীমান্ত শহরের কাছে আবারও সংঘর্ষ শুরু: থাই সেনাবাহিনী ইরাকের সামরিক ঘাঁটিতে ‘বোমা হামলা’: নিরাপত্তা সূত্র শেরপুরে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের যাত্রা শুরু
  • প্রকাশিত : ২০২১-০৯-১৫
  • ১১৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মুজিববাদী তরুণ নেতা মোঃ রাশেদ ইউসুফ জুয়েল।
বর্ধিত সভায় উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মোঃ একরামুল হক। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সরকার আজিজুল ইসলাম শাহ আলম, এস এম তোফায়েল ইসলাম বকুল ও আওয়ামী যুবলীগ নেতা হায়দার আলীসহ উপজেলার ১৪ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সম্পাদক মন্ডলী।
প্রধান অতিথি রাশেদ ইউসুফ জুয়েল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনের জন্য দেশে আওয়ামী যুবলীগকে শক্তিশালী ভুমিকা রাখতে হবে। আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও সোনার বাংলা গড়ে তোলার জন্য সকলকে প্রাণপন চেষ্টা চালিয়ে যেতে হবে। এগিয়ে যেতে আওয়ামী যুবলীগের তৃণমূলের সংগঠনকে হতে হবে অধিক শক্তিশালী। প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে দলের নিবেদিত কর্মীদের নিয়ে শক্তিশালী ওয়ার্ড কমিটি গঠন করে ইউনিয়ন ও উপজেলা কমিটি গঠন করতে হবে। যেন যে কোন আন্দোলন, সংগ্রাম ও নির্বাচনে তারা বিজয়ী হতে পারে। তিনি আরো বলেন, দেশরতœ শেখ হাসিনার অঙ্গিকার দেশে আর কোন মানুষ বেকার থাকবে না। ছোট ছোট উদ্যোক্তা গড়ে তুলে দেশে বিভিন্ন কর্ম সংস্থান গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat