×
ব্রেকিং নিউজ :
দক্ষতার সাথে দ্রুত কাজ করার তাগিদ গণপূর্তমন্ত্রীর গোপালগঞ্জে মুকসুদপুরে অভিযোগ প্রতিকার বিষয়ক সমন্বয় সভা নড়াইলে দুস্থদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ পিরোজপুরে ঈদ-উল ফিতরে ৩ লক্ষ দরিদ্র মানুষ পাচ্ছে ৯০৯ মেট্রিক টন চাল প্রথম বাংলাদেশী আম্পায়ার হিসেবে আইসিসি এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হলেন সৈকত রেলমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভিত্তি স্থাপনে বাংলাদেশি আমেরিকানদের প্রশংসায় ডোনাল্ড লু মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা তৃণমূলে ছড়িয়ে দেয়ার আহ্বান রাষ্ট্রপতির বিএনপি স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় : ওবায়দুল কাদের
  • প্রকাশিত : ২০২১-১০-০৫
  • ৯৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘ঢাকা-সিলেট চার লেন মহাসড়কের কাজ শিগগিরই শুরু হবে।’
আজ মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের দেয়া অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারতীয় হাই কমিশনার বিক্রম দ্বোরাইস্বামী এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মহাসড়কের কাজ ১৩ সেকশনে ভাগ করা হয়েছে। এর মধ্যে ৮ সেকশনের কাজের দরপত্র (টেন্ডার) আহ্বান করা হয়েছে। সিলেট অংশে জমি অধগ্রহণ জটিলতার কারণে কাজ শুরু হতে কিছুটা বিলম্ব হচ্ছে।’
এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে কথা হয়েছে জানিয়ে ড. মোমেন বলেন, ‘সিলেট-ঢাকা চার লেন মহাসড়ক বিষয়ে তাঁর সাথে কথা হয়েছে। ওবায়দুল কাদের জানিয়েছেন, সিলেট ও হবিগঞ্জে জমি অধিগ্রহণ নিয়ে কিছু জটিলতা আছে। তাই, এখনই সিলেট অংশে মহাসড়ক ৪ লেনে উন্নীত করার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। তবে, শিগগিরই এ জটিলতা কাটিয়ে কাজ শুরু হবে।’
তিনি বলেন, ‘কোভিডের কারণে কাজে কিছুটা দেরি হয়েছে। আশা করা হচ্ছে জমি অধিগ্রহণের জটিলতা কেটে যাবে। ২০২৩ সালের মধ্যে যাতে সিলেট-ঢাকা চারলেন মহাসড়ক প্রকল্প বাস্তবায়ন করা যায় সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
কয়েক সপ্তাহের মধ্যে দেশেও করোনার টিকা তৈরির মোটামুটি ব্যবস্থা চূড়ান্ত হয়েছে বলে জানিয়ে আব্দুল মোমেন বলেন, ‘দেশে এখন আর টিকার সংকট নেই। আমরা টিকার লাইন আপ করে ফেলেছি। ভারত থেকেও আমাদের চুক্তির টিকা আসবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জাতিসংঘে গিয়ে প্রথমদিন থেকেই বার বার বলেছেন, করোনার টিকা সব দেশের নাগরিকের অধিকার। এটা নিয়ে যাতে কোনো বৈষম্য না করা হয়।’
মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র, মাদক ও মানব পাচার ও চোরাচালান রোধে বাংলাদেশ কঠোর হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রয়োজনে সীমান্তে গুলি চালানো হবে। মিয়ানমার সীমান্ত দিয়ে সবধরনের চোরাচালান বন্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে।’ 
তিনি বলেন, ‘মায়ানমার ও বাংলাদেশ সীমান্তে গুলি না চালানোর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু, অবৈধ কর্মকা- বন্ধে এখন থেকে গুলি চালানো হবে। তাহলেই মানব, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধ হবে। তবে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলেও জানান আব্দুল মোমেন।
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, ‘সারাবিশ্বেই হত্যাকা- হয়। তবে, এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ। অপরাধিদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা হবে।’
আব্দুল মোমেন বলেন, ‘নিজেদের ব্যবসার জন্য বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করছে বিভিন্ন এনজিও।’ 
এদিকে বেলা তিনটায় মন্ত্রী সিলেটের সংস্কৃতি চর্চা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় তিনি বলেন, ‘সিলেটে সাহিত্য-সংস্কৃতি অনেক সমৃদ্ধ। এ অঞ্চলের গুণী শিল্পী-সাহিত্যিক-লেখকরা দেশ-বিদেশে সমাদৃত। সিলেটে সাংস্কৃতিক ঐতিহ্য বিকাশে যতধরনের পদক্ষেপ নেয়া দরকার তা করবে সরকার।’
সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় সভায় সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন খান, সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক নিলাঞ্জনা জুঁই প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat