×
ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২২-০৪-১২
  • ৮৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পিরোজপুর জেলায় আজ চাষিদের মাঝে আঊশ চাষের প্রণোদনার সার বীজ প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়। পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুপুরে চাষিদের হাতে সার বীজ তুলে দিয়ে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন।
পিরোজপুর জেলার ৭ উপজেলার ৫৩টি ইউনিয়ন ও ৪টি পৌর এলাকায় খরিপ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৯ হাজার কৃষককে ৭০ লক্ষ ৩১ হাজার ২শত টাকার বীজ ও সার প্রণোদনা দেয়া হচ্ছে। সদর উপজেলায় ১ হাজার বিঘার জন্য ১ হাজার চাষির প্রত্যেককে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে। অনুরূপভাবে ইন্দুরকানী উপজেলার ১১শত চাষির প্রত্যেককে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি। কাউখালী উপজেলার ১ হাজার ৩৫০ জন চাষির প্রত্যেককে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপিপ্রদান কর হয়েছে। নেছারাবাদ উপজেলার ১ হাজার ৪৫০ জন চাষির প্রত্যেক ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, নাজিরপুরের ৯শত চাষির প্রত্যেককে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ভান্ডারিয়ার ১ হাজার ৪৫০ জনের প্রত্যেককে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং মঠবাড়িয়ায় ১ হাজার ৭৫০ জনের প্রত্যেককে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি দেয়া হচ্ছে। জেলায় চলমান আউশ চাষ মৌসুমে এ বছর ১৭ হাজার ২৭৫ হেক্টর জমিতে ৪১ হাজার ৮৭৯ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৫ হাজার হেক্টরে উচ্চফলনশীল জাতের চাষ করে ৩৯ হাজার মেট্রিক টন চাল, ১২৫ হেক্টরে হাইব্রিড চাষ করে ৪০৬ মেট্রিক টন চাল এবং ২ হাজার ১৫০ হেক্টরে স্থানীয় জাতের চাষ করে ২ হাজার ৪৭৩ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কাউখালীতে আজ প্রণোদনার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলী আজমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক ড. মো: নজরুল ইসলাম জানান উফশী আউশ চাষের জমি এবং চালের উৎপাদন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ প্রণোদনা পেয়ে চাষিরা আঊশ চাষে আরো উৎসাহিত হবে। ফলে চাষের জমির পরিমাণ এবং চাল উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat