×
  • প্রকাশিত : ২০২২-০৪-৩০
  • ৭৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বরগুনা জেলার আমতলী উপজেলায় আজ কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় তিনহাজার আটশ’ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও ধানবীজ বিতরণ করা হয়েছে।
এছাড়াও উপজেলার ১০ জন কৃষকের মাঝে ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে হার্ভেস্টার মেশিন বিতরন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব সামগ্রি বিতরণ করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট এম এ কাদের মিয়া, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা সি এম রেজাউল করিম জানান, সরকারের কৃষি পুনর্বান প্রকল্পের আওতায় প্রত্যেক কৃষককে ৩০ কেজি সার ও পাঁচকেজি ব্রি-৪৮ ধানের বীজ প্রদান করা হয়। পাশাপাশি উপজেলার ১০ জন কৃষককে ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে হার্ভেস্টার মেশিন প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat