×
ব্রেকিং নিউজ :
চুয়াডাঙ্গায় তীব্র তাপ প্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী দেশের মধ্যাঞ্চলে বিস্ফোরণের পর ‘বিদেশ থেকে হামলার খবর পাওয়া যায়নি’: ইরানের মিডিয়া মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জাতির পিতার সমাধিতে রেলওয়ের নবনিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা শিশু হাসপাতালের আগুন সম্পূর্ণ নির্বাপন নওগাঁয় কৃষিকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত তেহরানের ২টি বিমানবন্দরে আবারো ফ্লাইট চালু জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস-এর মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক প্রধানমন্ত্রী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৯-২১
  • ৪২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে সরকার প্রদত্ত শিক্ষাবৃত্তি পাচ্ছে জেলার ৫৪ হাজার ৫৪৭ জন প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী। ডিসেম্বর’২১ মাস পর্যন্ত শিশু শিক্ষার্থীরা পেয়েছে ১১ কোটি ৩ লাখ ৯১ হাজার ৯২৫ টাকা।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি করা, ঝড়ে পড়া রোধ, শিক্ষার গুণগত মান বৃদ্ধিসহ শিশুদের বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান শিক্ষা বান্ধব সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সকলের জন্য শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে। শিক্ষা উন্নয়ন মূলক কর্মসূচির আলোকে চালু করা হয় শিক্ষা উপবৃত্তি কর্মসূচি। জয়পুরহাট জেলায় ৫৪ হাজার ৫৪৭ জন শিক্ষার্থী ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত শিশু শিক্ষার্থী পাচ্ছে সরকারের দেওয়া ওই শিক্ষা উপবৃত্তির টাকা। যার সংখ্যা হচ্ছে ১১ কোটি ৩ লাখ ৯১ হাজার ৯২৫ টাকা। বৃত্তিপ্রাপ্ত শ্রেণী ভিত্তিক শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ১ম শ্রেণীতৈ ১১ হাজার ১৭৫ জন শিক্ষার্থী, ২য় শ্রেণীর ১০ হাজার ৯৭০ জন, ৩য় শ্রেণীর ১০ হাজার ৯৯৭ জন, ৪র্থ শ্রেণীর ১০ হাজার ৮২৪ জন, ও ৫ম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে ১১ হাজার ২৮৫ জন। ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ওই উপবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে বলে জানান, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রেজোয়ান হোসেন। উপবৃত্তি পাওয়ার জন্য শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়ে শতকরা ৮০ দিন উপস্থিত থাকা ও প্রতিটি বিষয়ের পরিক্ষায় ৪০ নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। ফলে সরকারের একটি সফল কর্মসূচির স্বীকৃতি লাভ করেছে শিক্ষা উপবৃত্তি প্রদান কর্মসূচি। এতে করে বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করা সম্ভব হয়েছে। অপরদিকে শিক্ষা উপকরণ (কীট এলাউন্স) ক্রয় বাবদ জেলার ৪০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য আরও ৫ কোটি ৯২ লাখ ৪৭ হাজার টাকা প্রদান করেছে সরকার বলে জানান, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রেজোয়ান হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat