×
ব্রেকিং নিউজ :
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী কুকি-চিনের নারী শাখার সমন্বয়কসহ দুইজন বান্দরবানের কারাগারে সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন রাঙ্গামাটির লংগদুতে প্রতিপক্ষের গুলিতে নিহত ২ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি সরকারের ধারাবাহিকতার জন্যই দেশে এতো উন্নয়ন হয়েছে : ওবায়দুল কাদের শুদ্ধাচার নিশ্চিতকরণ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয় : চট্টগ্রামে টিআইবি কংগ্রেসম্যানদের সই জালকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল : পররাষ্ট্রমন্ত্রী ব্যবসা সম্প্রসারণে ইএসজি কমপ্লায়েন্স রিপোটিং স্ট্যান্ডার্ড থাকা জরুরী সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই : বস্ত্র ও পাট মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-১১
  • ৭৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা স্লোগান হিসেবে বেছে নিয়েছে মুক্তিযোদ্ধাদের ‘জয়বাংলা’স্লোগান। এর আগে নানা সময় মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে ব্যর্থ হওয়ার পর এবার কোটা সংস্কার দাবিতে আন্দোলনে মুক্তিযুদ্ধের রণধ্বনীই ব্যবহার করছে আন্দোলনকারীরা। ব্যানারে বা স্লোগানে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নামও নিচ্ছে আন্দোলনকারীরা। তারা স্লোগান দিচ্ছে ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘শেখ হাসিনার বাংলার বৈষম্যের ঠাঁই নাই।’ বাংলাদেশের জন্মের পর সরকারি চাকরিতে ৮০ শতাংশ কোটা ছিল। ১৯৭২ সালে ছিল ২০ ভাগ সাধারণ মেধা কোটা, ৪০ ভাগ জেলা কোটা, ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা এবং ১০ ভাগ ছিল নারী কোটা। ১৯৭৬ সালে সাধারণ মেধা কোটা ৪০ ভাগ করে জেলা কোটা কমিয়ে ২০ ভাগ করা হয়। মুক্তিযোদ্ধা কোটা আগের মতোই ৩০ শতাংশ এবং নারী কোটা ১০ শতাংশ রাখা হয়। ১৯৮৫ সালে সাধারণ কোটা আরও বাড়িয়ে ৪৫ শতাংশ করা হয়। জেলা কোটা কমিয়ে করা হয় ১০ শতাংশ। ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা এবং ১০ শতাংশ নারী কোটায় হাত না দিয়ে পাঁচ শতাংশ কোটা দেয়া হয় ক্ষুদ্র নৃগগোষ্ঠীকে। আর আওয়ামী লীগ সরকার পরে এক শতাংশ প্রতিবন্ধী কোটা দেয়। ১৯৯০ সালের পর কোটাবিরোধী আন্দোলন প্রথমে গড়ে তোলে প্রধানত জামায়াতপন্থীরা। মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে তাদের আন্দোলন অবশ্য হালে পানি পায়নি। এরপর ১৯৯৭ সালে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে কোটায় অন্তর্ভুক্ত করার পর এই কোটা বাতিলের দাবিতে নানা সময় আন্দোলনের চেষ্টা হয়েছে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও একবার দাবি তোলার চেষ্টা হয়। সেগুলো ব্যর্থ হওয়ার পর এবার আন্দোলন শুরু হয় কোটা সংস্কারের দাবিতে। আর কোনো বিশেষ কোটার কথা না বলে সব কোটা কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার দাবি সামনে নিয়ে আসা হয়। অবশ্য সামাজিক মাধ্যম বা বিভিন্ন কর্মসূচিতে আগের মতোই মুক্তিযোদ্ধা কোটা নিয়েই আক্রমণ করা হচ্ছে, নানা কথা বলা হচ্ছে। এর মধ্যেই আন্দোলনকারীরা মুক্তিযোদ্ধাদের স্লোগান ‘জয় বাংলা’ই ব্যবহার করছে। বিষয়টিকে কৌশল হিসেবেই বলছেন আন্দোলনকারীরা। জয় বাংলা মুক্তিযুদ্ধের রণধ্বনী হলেও আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলে বা আওয়ামী লীগপন্থী সংগঠন ছাড়া অন্যরা এই স্লোগান ব্যবহারের প্রবণতা কম। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর জয় বাংলা স্লোগানের বিরুদ্ধে কটাক্ষ করে বক্তব্যও দিয়েছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল। অবশ্য ইদানীং আর কেউ কটাক্ষ করে না। তবে ২০১৩ সালের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় ব্যাপকভাবে ‘জয় বাংলা’ স্লোগানের ব্যবহার হয়েছে। গণজাগরণ মঞ্চ ভেঙে কয়েক টুকরা হওয়ার পর প্রতিটি অংশই এই স্লোগান ব্যবহার করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat