×
ব্রেকিং নিউজ :
শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহবান আইজিপির নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে ২৫ তম বিসিএস ফোরামের শ্রদ্ধা ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানের প্রতি পর্যটনমন্ত্রীর নির্দেশ জাতির পিতার সমাধিতে অগ্রণী ব্যাংকের দুই ডিএমডির শ্রদ্ধা সরকার হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর : ধর্মমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তৃণমুল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন : হুইপ ইকবালুর রহিম উপজেলা নির্বাচনের সময় আওয়ামী লীগের সম্মেলন ও কমিটি গঠন বন্ধ থাকবে : ওবায়দুল কাদের কাল থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট : তীব্র গরমে আইনজীবীদের গাউন পরতে হবে না তাপদাহের কার সব স্কুল-কলেজ ৭ দিন বন্ধ
  • প্রকাশিত : ২০২২-১২-০৭
  • ৫০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জননিরাপত্তা ও জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তায় সমাবেশ করার অনুমতি দেয়া যাবে না, নির্দেশ অমান্য করে জোর করে জনসভা করার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
বিএনপির গণসমাবেশের নিরাপত্তা বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আজ সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কমিশনার বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আগামী ১০ ডিসেম্বর শনিবার ঢাকা বিভাগীয় গণ-সমাবেশ করার আবেদনের প্রেক্ষিতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। কিন্তু তারা সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়া পল্টন বা তার আশপাশের রাস্তায় সমাবেশ করতে ইচ্ছুক। বিএনপির এই বিভাগীয় সমাবেশে লক্ষাধিক লোকসমাগম হবার সম্ভাবনা রয়েছে। বিএনপির পার্টি অফিসের সামনের রাস্তায় ১০ থেকে ১৫ হাজার মানুষের ধারণ ক্ষমতা রয়েছে। বাকি লোক বিভিন্ন রাস্তায় ছড়িয়ে পড়বে। বিএনপির নেতাকর্মী ও পুলিশের কোন নিয়ন্ত্রণ থাকবে না। ফলে জননিরাপত্তা বিঘিœতসহ ভয়াবহ জনদুর্ভোগের সৃষ্টি হবে। এ কারণে সোহরাওয়ার্দী উদ্যান বা টঙ্গী ইজতেমা মাঠ, কালশি মাঠ কিংবা পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্যমেলা মাঠে সমাবেশ করলে নিরাপত্তার কোন ঘাটতি হবে না।’
তিনি বলেন, ইতোপূর্বেও সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগসহ বিএনপির একাধিক সমাবেশ হয়েছে। কিন্তু এখন রাস্তায় সমাবেশ করে জনদুর্ভোগ ও জননিরাপত্তা বিঘিœত করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রচলিত আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, ‘বিএনপির রাজনীতি করার যে অধিকার, আইনের মধ্যে থেকে তারা করবেন এটা আমরা বিশ্বাস করি। আইনের মধ্যে থেকেই তারা জনদুর্ভোগ কমিয়ে সমাবেশ করবেন, আমাদের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা করব।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ডিসেম্বর মাসে শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস ও বড়দিনসহ একাধিক জাতীয় কর্মসূচি রয়েছে। এ কারণে গত ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে বিশেষ অভিযান ও চেকপোস্ট পরিচালিত হচ্ছে।
নয়াপল্টনে পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা সম্পর্কে তিনি বলেন, কর্মদিবসে কোন প্রকার অনুমতি ছাড়া তারা রাস্তা বন্ধ করে অবস্থান করলে জননিরাপত্তার স্বার্থে পুলিশ তাদের রাস্তা হতে সরিয়ে দেয়। এছাড়া তারা বিনা উস্কানীতে পুলিশের উপর হামলা চালালে পুলিশ তাদের নিবৃত করার চেষ্টা করে। তাদের হামলায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে।
খন্দকার গোলাম ফারুক বলেন, ‘বোমা রাখার খবর পেয়ে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। বিএনপি কার্যালয়ে বেশ কিছু ককটেল বিস্ফোরণ হয়েছে। তারা দলীয় কার্যালয়ে চাল, ডাল, খাবার-দাবার জমা করেছে বলে শুনেছি। তারা চাল-ডালের বস্তার মধ্যে ককটেল নিয়ে রেখেছে। আমরা সেখানে নাশকতা বিরোধী অভিযান চালিয়েছি।’
এসময় ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামানসহ যুগ্ম পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat