×
  • আপডেট টাইম : 11/03/2023 03:44 PM
  • 40 বার পঠিত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সবচেয়ে বিশ্বস্ত মিত্রদের অন্যতম লি কিয়াং শনিবার প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। এতে করে দেশের শীর্ষ নেতৃত্বের ওপর শি’র প্রভাব জোরদার হয়েছে।
সাবেক সাংহাই পার্টির প্রধান লি গত বসন্তের দুই মাসের ভয়াবহ লকডাউন তত্ত্বাবধানকালে  দেশটির পার্লামেন্টের সভায় বিদায়ী প্রধানমন্ত্রী লি কেকিয়াং-এর উত্তরসূরি হিসেবে তার নাম ঘোষণা করা হয়। খবর এএফপি’র।
শি’কে সর্বসম্মতিক্রমে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার একদিন পর ৬৩ বছর বয়সী লি কিয়াং ন্যাশনাল পিপলস কংগ্রেসের ২,৯০০ টিরও  বেশি প্রতিনিধিদের প্রায় সবক’টি ভোট পেয়ে প্রধানমন্ত্রী নিযুক্ত হন।
লি কিয়াংকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার জন্য শি’র প্রস্তাব শনিবার সকালে চেম্বারে পড়ে শোনানো হয়।
লকডাউন চলাকালে বাসিন্দাদের খাবার ও চিকিৎসা সেবা পেতে লড়াই করার কারণে সাংহাই লকডাউন পরিচালনা করার পর লি-এর উত্তরণ ইতোপূর্বে সন্দেহজনক বলে ঠেকেছিল। তবে চীনা রাজনীতিতে শি’র শক্তিশালী প্রভাব থাকায় লি’র রেকর্ড, সেই সঙ্গে গত শীতে শি’র শূন্য-কোভিড নীতির বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের অবসান ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...