×
ব্রেকিং নিউজ :
ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র গাজায় গণকবরের বিষয়ে ইসরায়েলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস ইউনাইটেডে থাকতে হলে টেন হাগের ২৫ শতাংশ বেতন কাটা যাবে আমার শরীর সুন্দর এবং আমার সম্পদ নিয়ে আমি গর্ববোধ করি :নোরা ফাতেহি রেমিট্যান্স প্রেরণকারীদের স্মার্ট কার্ড প্রদানের সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় স্থায়ী কমিটি এভিয়েশন শিল্পের উন্নয়নে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য চতুর্থ শিল্প বিপ্লবের সুফল দিতে সরকার নতুন প্রযুক্তি নিয়ে আসছে : শিক্ষা প্রতিমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের প্রাদেশিক কংগ্রেসের ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ নির্মাণাধীন ভবনে লার্ভা পেলে নির্মাণ কাজ বন্ধ করা হবে : মেয়র তাপস বাংলাদেশে বিনিয়োগ করতে মরিশাসের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর
  • প্রকাশিত : ২০২৩-০৩-১২
  • ৫৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশী কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ বিনিয়োগের আওতায় আগামী বছর থেকে সৌদি আরবে ওষুধ উৎপাদন শুরু করতে যাচ্ছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।   
শনিবার সৌদি আরবের বাণিজ্য মন্ত্রী মজিদ বিন আব্দুল্লাহ্ আল কাসাবি’র নেতৃত্বে সৌদি আরবের একটি প্রতিনিধিদলের সাথে টঙ্গিতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ইন্ডাষ্ট্রি পরিদর্শনকালে তিনি বলেন, ‘এ ব্যাপারে প্রয়োজনীয় মানবসম্পদ ও কারিগারি সহায়তা বাংলাদেশ থেকে নেয়া হবে।’
সালমান বলেন, ‘আমরা শতভাগ মানসম্মত ওষুধ উৎপাদনের চেষ্টা করি। ওষুধ রপ্তানির ক্ষেত্রে আমরা বিভিন্ন আন্তর্জাতিক প্রক্রিয়া অনুসরণ করি- যাতে করে দেশের বাইরের মানুষও বাংলাদেশে উৎপাদিত এই ওষুধের ওপর আস্থা রাখতে পারে। সারা বিশ্বের মানুষই বলে যে বাংলাদেশের ওষুধের মান খুব ভাল। আমাদের ওষুধ যে শুধু মানসম্মত তাই নয়, অধিকন্তু আমাদের ওষুধের মূল্যও অন্যান্য দেশের ওষুধের মূল্যের তুলনায় অনেক কম।’
মজিদ বিন আব্দুল্লাহ্ আল কাসাবি বলেন, বাংলাদেশে ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ এখনো কক্সিক্ষত লক্ষ্যে পৌঁছেনি। তিনি বলেন, ‘আমরা সফরের মাধ্যমে দুই দেশের মধ্যেকার এই বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে অন্বেষন চালাবো। পাশাপাশি আমরা তথ্য প্রযুক্তি, যোগাযোগ ও মানবসম্পদ রপ্তানির সম্ভাবনার সুযোগও কাজে লাগতে চাই।’
এ সময় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপনও বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat