×
ব্রেকিং নিউজ :
স্মার্ট চট্টগ্রাম সিটি গড়তে আমেরিকান প্রতিষ্ঠানের সাথে চসিকের সমঝোতা ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু জাতির পিতার সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা শরীয়তপুরে প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রিকরণ শীর্ষক সেমিনার টাঙ্গাইলে এসএসসিতে জিপিএ-৫ পেলো জমজ দুইবোন বাংলাদেশের এমএসএমই, নারী উদ্যোক্তাদের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ঘোষণা যুক্তরাজ্যের স্পিকারের নেতৃত্বে আজ জেনেভা যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল ডোনাল্ড ল্যু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী হজযাত্রীদের নিকট হতে কুরবানির টাকা নেয়ায় মন্ত্রণালয়ের সতর্কতা
  • প্রকাশিত : ২০১৭-০২-২৬
  • ৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ত্বককে ও চকলেট খাওয়ান
লাইফষ্টাইল ডেস্ক :-গ্রীষ্ম-শীত-বর্ষা, মন খুশ করতে চকলেটই ভরসা! ডার্ক চকলেট, মিল্ক চকলেট, হোয়াইট চকলেট, ফ্লেভার্ড চকলেট, অপশনের কি কমতি আছে! কামড় দিলেই আরামে বুজে আসে চোখ। এমন বন্ধু আর কে রয়েছে স্বাদকুঁড়ির? কিন্তু রূপচর্চাতেও চকোলেটের গুরুত্ব অস্বীকার করা চলে না। নানা রকম ফেস মাস্ক আর ফেস প্যাক বানিয়ে ফেলা যায় চকলেট দিয়ে। নিজে চকলেট খাওয়ার পাশাপাশি ত্বককেও না হয় একটু জোগান দিলেন!গরম পানিতে ৫০ গ্রাম চকলেট গলিয়ে নিন। ব্লেন্ডারে স্ট্রবেরির সঙ্গে মিশিয়ে দিন আপেল, কলা, তরমুজ। মিশ্রণটা তৈরি হয়ে গেলে দু’তিন টেবিলচামচ ঢেলে দিন গলানো চকোলেটে। টোনিং ফেস মাস্ক তৈরি! ত্বককে টোন করার পাশাপাশি আর্দ্রতা জোগায় এই মাস্ক। ত্বকের টানটান ভাবও বজায় রাখে।ত্বকে রিঙ্কল, দাগছোপ, অ্যাকনে ইত্যাদি দূর করার চাবিকাঠিও চকলেট। দুই টেবিলচামচ চকলেট পাউডার একটা বাটিতে নিয়ে তিন টেবিলচামচ টাটকা দই তার সঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটা ফ্রিজে রেখে দিন আধঘণ্টা। তারপর ব্রাশ বা আঙুলের ডগা দিয়ে ধীরে ধীরে মুখে-গলায়-ঘাড়ে লাগিয়ে নিন। আধঘণ্টা পরে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।চকলেট ত্বকের বয়স ধরে রাখতেও সাহায্য করে। সহজ ফেস মাস্ক বানিয়ে ফেলতে পারেন চকলেট, মাখন, চিনি আর মধু দিয়ে। সবকয়টি উপকরণ পরিমাণ মতো নিয়ে মিশিয়ে পেস্ট বানিয়ে ফেলুন। মুখে-গলায়-ঘাড়ে মিনিট কুড়ি লাগিয়ে রাখুন। তারপর প্রথমে উষ্ণ পানিতে মিশ্রণটা ধুয়ে ভাল করে ঠান্ডা পানিতের ঝাপটা দিয়ে নিন। মাসে দুবার এই মাস্ক লাগালে উপকার পাবেন।ফেস স্ক্রাব ব্যবহার করতে পছন্দ করেন? চকলেট সেখানেও! দুই চা-চামচ কোকো পাউডার, দুই চা-চামচ ব্রাউন সুগার আর সামান্য দুধ দিয়ে স্ক্রাব বানিয়ে ফেলুন। ভিজে তোয়ালে দিয়ে মুখের উপরের ধুলোর পরতটা মুছে নিন প্রথমে। এবার কপাল, গাল আর টি-জোনে ধীরে ধীরে ম্যাসাজ করুন মিনিট দশেক। তারপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।কোকো পাউডারের সঙ্গে মধু, ওটমিল আর ক্রিম মিশিয়ে ঘন পেস্ট বানান। ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। ত্বক টানটান হবে, হারানো মসৃণতাও ফিরবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat