×
ব্রেকিং নিউজ :
খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ বরগুনায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন পিরোজপুরে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিক উদযাপনে প্রস্তুতি সভা রাঙ্গামাটিতে বজ্রপাতে দুইজন নিহত নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর উদ্বোধন হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে খালেদা জিয়াকে শনিবার থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলবে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও গাজা,ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাকশন প্ল্যান প্রস্তুত করতে হবে : স্পিকার
  • প্রকাশিত : ২০২০-১১-১৬
  • ৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রবাসী বাংলাদেশীরা ২০২০-২০২১ অর্থবছরের নভেম্বর মাসের প্রথম ১৫ দিনে ১.২২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছে। দেশের ইতিহাসে এর আগে কখনো মাত্র ১৫ দিনে এই পরিমাণ রেমিট্যান্স আসেনি। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে চলতি অর্থবছরের এই মাসের প্রথম ১৫ দিনে প্রায় ১.২২ বিলিয়ন মার্কিন ডলার এসেছে।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরের একই সময়ে দেশে ০.৯১ বিলিয়ন মার্কিন ডলার এসেছিল।
রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রেখেছে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাম্প্রতিক এই রেমিট্যান্স প্রবাহের জন্য দেশবাসীর পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এই সময়ে আমাদের রেমিট্যান্স যোদ্ধারা দেশে অর্থ পাঠিয়ে আমাদের অর্থনীতিকে সচল রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে সরকার প্রবাসী বাংলাদেশীদের উৎসাহিত করতে বিদেশ থেকে বৈধপথে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ নগদ প্রণোদনা দেয়ার ঘোষণা দেয়। এর পরই রেমিট্যান্স প্রবাহ বাড়তে শুরু করে।’
মন্ত্রী বলেন, রেমিট্যান্স বাড়তে শুরু করলে অনেকেই বলতে শুরু করলেন যে এগুলো ঠিক নয়, এমনটা থাকবে না, এটা টেকসই নয়। মুস্তফা কামাল বলেন, যখন দেশে অস্বাভাবিক দ্রুত গতিতে রেমিট্যান্স আসতে শুরু করল, তখন তাদের অনেকেই বিভিন্ন মন্তব্য করতে শুরু করল যে শ্রমিকরা তাদের ব্যবসা গুটিয়ে বা চাকরি ছেড়ে দিয়ে দেশে ফিরে আসছে।
তিনি বলেন, তাদের সাথে তাল মিলিয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থাও বলতে শুরু করে যে, এই রেমিট্যান্স প্রবাহ ঠিক নয়, এটা টেকসই হবে না। কিন্তু, তাদের সকল পূর্বাভাস ভুল প্রমাণ করে ওই ঘোষণার পর থেকে রেমিট্যান্স প্রবাহ বেড়েই চলেছে। এতে আরো একবার প্রমাণিত হল যে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat