×
ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জের উল্লাপড়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত রাজস্ব আয় বাড়াতে সংস্কার কর্মসূচি বাস্তবায়ন জরুরি শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বিদেশে দেশবিরোধী অপপ্রচারকারীদের বিরুদ্ধে স্থানীয় আইনে ব্যবস্থা নিন : পররাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জের জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত কুড়িগ্রামে আইনগত সহায়তা দিবস ও লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত জমজ শিশুর অপারেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী ব্যাংকক থেকে আগামীকাল দেশে ফিরবেন শ্রমিকদের জন্য কর্মবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে : স্পিকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে
  • প্রকাশিত : ২০২০-১১-২৬
  • ৮৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৫৬ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ জন এবং একই সময়ে এ ভাইরাসে বিভাগে কারো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৫৬ জন সুস্থ হয়েছেন। সুস্থ হওয়াদের মধ্যে সিলেট জেলার ৪০, সুনামগঞ্জের ১২ ও মৌলভীবাজার জেলার ৪ জন রয়েছেন। সিলেট বিভাগে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৯১ জনে। এরমধ্যে সিলেট জেলার ৭ হাজার ৬১৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪০৫, হবিগঞ্জে ১ হাজার ৫৫৮ এবং মৌলভীবাজারের ১ হাজার ৭১৩ জন সুস্থ হয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪১ জন, আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৩৪, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ৪ ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৯৮ জনে। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৩৩৬ , সুনামগঞ্জে ২ হাজার ৪৫৫, হবিগঞ্জে ১ হাজার ৮৮৫ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮২২ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ জন। সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫ জন। এরা সকলই সিলেট জেলার বাসিন্দা।
সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরােেস কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৩ জনে। এরমধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৮০ জন, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন। এছাড়াও বিভাগের চার জেলায় বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ২৫৮ জন, এরমধ্যে সিলেট জেলায় ১২৫ জন, হবিগঞ্জে ২৭ জন এবং মৌলভীবাজারে ১০৬ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat