×
ব্রেকিং নিউজ :
হবিগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম বগুড়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন দুর্গা প্রতিমা বিসর্জন উৎসবে কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপটি রাত ৯টায় উপকূল অতিক্রম করতে পারে গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব বিমানবন্দরে দুর্ব্যবহার এনসিপির নেতাকর্মীদের, সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
  • প্রকাশিত : ২০২১-০৩-২৯
  • ৮২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 শ্রীলংকার প্রথম ক্রিকেটার হিসেবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কার রেকর্ড গড়লেন অলরাউন্ডার থিসারা পেরেরা। গতরাতে শ্রীলংকার ঘরোয়া ক্রিকেটে লিস্ট ‘এ’ ক্রিকেটে এমন কীর্তি গড়েন পেরেরা। মেজর ক্লাব টুর্নামেন্টের খেলা ছিলো সেটি।
শ্রীলংকান আর্মি স্পোর্টস ক্লাবের হয়ে খেলতে নামেন পেরেরা। ৪১ ওভারের ম্যাচে ব্লুুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পেরেরার দল। ৩৭ দশমিক ৪ ওভারে তৃতীয় উইকেট পতনের পর ব্যাট হাতে ক্রিজে যান পেরেরা। তখন ইনিংসের ২০ বল বাকী ছিলো।
ইনিংসের শেষ ওভারে ডান-হাতি অফ-স্পিনার দিলহান কোরির ছয় বলে ছয় ছক্কা মারেন পেরেরা। ১৩ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করে ৮টি ছক্কায় ৫২ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া দলের পক্ষে আসান বান্দিকা ১২৪ ও হামিশা লিয়ানাগে অপরাজিত ১০১ রান করেন। পেরেরার দল করে ৩ উইকেটে ৩১৮ রান।
পরবর্তীতে বৃষ্টির কারনে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। তবে হারের মুখেই ছিলো ব্লুুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাব। ১৭ ওভারে ৬ উইকেটে ৭৩ রান তুলেছিলো তারা।
ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে নবম ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ছয় ছক্কা মারলেন পেরেরা। সর্বশেষ গত ৪ মার্চ ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে লংকান স্পিনার আকিলা ধনাঞ্জয়াকে ছয় বলে ছয় ছক্কা মারেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড।
প্রথম ১৯৬৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স।
এরপর ভারতের সাবেক অলরাউন্ডার ও বর্তমান কোচ রবি শাস্ত্রী (প্রথম শ্রেণির ক্রিকেটে), গিবস, যুবরাজ, ইংল্যান্ডের রস হোয়াইটলি (ঘরোয়া টি-টুয়েন্টি), আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই (ঘরোয়া টি-টুয়েন্টি), নিউজিল্যান্ডের লিও কার্টার (ঘরোয়া টি-টুয়েন্টি) ও পোলার্ড (আন্তর্জাতিক টি-টুয়েন্টি) ছয় বলে ছয় ছক্কা মারেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat