×
ব্রেকিং নিউজ :
থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির আহ্বান রাষ্ট্রপতির বর্তমান সরকারের আমলে কোন শিশুই অবহেলিত থাকবে না: ডেপুটি স্পিকার কাল হজ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর বাংলাদেশ-আমিরাত অর্থনৈতিক, উন্নয়ন সহযোগিতা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ রোহিঙ্গা প্রত্যাবাসন ও বৈশ্বিক অভিবাসন চ্যালেঞ্জ মোকাবেলায় আইওএম’র কার্যকর ভূমিকা আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী মানুষের কাছে ন্যায্যমূল্যে পণ্য পৌঁছে দিতে টিসিবি কাজ করছে : বাণিজ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির কাছে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত নতুন ‘স্মার্ট এনআইডি’ হস্তান্তর ইসি’র মানবাধিকার সমুন্নত রেখে জনগণকে নিরপেক্ষভাবে সেবা প্রদান করুন : আইজিপি সকলের মাঝে এসডিজি বিষয়ক সচেতনতা ছড়িয়ে দিতে হবে : স্পিকার বিশ্বকবি’র ১৬৩তম জন্মবার্ষিকী আগামীকাল
  • প্রকাশিত : ২০২১-০৩-২৯
  • ৮০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সমন্বিত নীতি বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ণের লক্ষ্যে আজ ইসিসিডি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নবগঠিত এ কমিটির প্রথম সভায় শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের নীতিমালা সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে জেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা ইখতিয়ার উদ্দিন, উপ-পরিচালক ইসলামী ফাউন্ডেশন মো. নুরুল হক, জেল সুপার মো. শামীম ইকবাল, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মোজাহারুল হক, প্যানেল মেয়র আব্দুল হাই হাওলাদার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মারুফ হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তার প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচকরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিশুদের জন্য একটি যুগপোযোগী এবং সকলের কাছে গ্রহণযোগ্য শিশু উন্নয়ন নীতিমালা-১১ প্রণয়ণ করে সকল মহলের প্রশংসা কুড়িয়েছে। শিশুদের কল্যাণে এবং তাদের বিকশিত হবার পথ সুগম করার জন্য অনেক প্রকল্প গ্রহণ করে বাস্তবায়ন করছে এবং প্রাক-প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছে।
সভায় অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালানোর জন্য সরকারি-আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয় এবং তারা যাতে সঠিকভাবে এই দায়িত্বটি পালন করেন সেই আহ্বানও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat