×
ব্রেকিং নিউজ :
ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার কৃষকবান্ধব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে: গণপূর্তমন্ত্রী জাতির পিতার সমাধিতে বিজিএমইএ’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে :রেলপথ মন্ত্রী আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের বিডিইউতে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ সাংবাদিকতা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেয়া হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী টেনিস খেলাকে জনপ্রিয় করতে কাজ করা হচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী কাপ্তাই লেকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-১৪
  • ৫৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চলমান করোনা পরিস্থিতির মধ্যেও গত অর্থবছরে কুমিল্লা কমিশনারেট মূল্য সংযোজন কর (মূসক) আদায়ে প্রায় ১১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
এই সময়ে কুমিল্লা কমিশনারেটের আওতায় ৬ জেলা থেকে মূসক আদায় হয়েছে ৩ হাজার ২২৫ কোটি ১৭ লাখ টাকা। এর আগের বছর রাজস্ব আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৯১০ কোটি ৬০ লাখ টাকা। সেই হিসেবে গত ২০২০-২১ অর্থবছর এই কমিশনারেটের রাজস্ব আয় বেড়েছে ১০ দশমিক ৮১ শতাংশ।
এ বিষয়ে কুমিল্লা কমিশনারেটের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, ‘কুমিল্লায় বড় কোন শিল্প কারখানা নেই। পাশাপাশি চলমান করোনা পরিস্থিতি মূসক আদায়ের ক্ষেত্রে এখন বড় বাঁধা। কিন্তু অর্থবছরের শুরু থেকে কর আদায়ের ক্ষেত্রে উদ্বুদ্ধকরণ কর্মসূচি নেয়ায় এর সুফল পাওয়া গেছে। অন্য যেকোন বছরের তুলনায় গতবছর বেশি রাজস্ব পাওয়া গেছে।’
তিনি বলেন, গত অর্থবছর সকল অনাদায়ী বকেয়া রাজস্ব আদায়ের উপর যেমন গুরুত্ব দেওয়া হয়, পাশাপাশি ভাল কাজের স্বীকৃতিস্বরুপ কর্মকর্তাদের পুরষ্কার প্রদান করা হয়। এছাড়া কর ফাঁকি রোধে ছিল কঠোর তদারকি। এসব মিলিয়ে কুমিল্লা কমিশনারেট এবার রাজস্ব আদায়ে বড় ধরনের সাফল্য অর্জন করতে পেরেছে।
এদিকে, কুমিল্লা কমিশনারেট অনলাইনে মূসক রিটার্ন জমাকরণে অন্য যেকোন কমিশনারেটের তুলনায় এগিয়ে রয়েছে। প্রায় ৯৬ শতাংশ করদাতা গত অর্থবছরে অনলাইনে মূসক রিটার্ন দাখিল করেছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat