×
ব্রেকিং নিউজ :
ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার কৃষকবান্ধব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে: গণপূর্তমন্ত্রী জাতির পিতার সমাধিতে বিজিএমইএ’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে :রেলপথ মন্ত্রী আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে গণতান্ত্রিক বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে : ওবায়দুল কাদের বিডিইউতে জিএসটি গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত পরিবেশ সাংবাদিকতা সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেয়া হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী টেনিস খেলাকে জনপ্রিয় করতে কাজ করা হচ্ছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী কাপ্তাই লেকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-১২
  • ৫৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সংযুক্ত আরব আমিরাত পর্ব এবং অর্থের কারণেই  ভারত-ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট বাতিল করা হয়েছে  বলে মনে করেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন।
তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে আইপিএল খেলতে না পারার ভয় ছিল ভারতীয় ক্রিকেটারদের। এজন্যই ম্যানচেষ্টার টেস্টে খেলতে চায়নি ভারতের ক্রিকেটাররা।
ওভালে চতুর্থ টেস্ট চলাকালীন করোনায় আক্রান্ত হন ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী। এরপর  শাস্ত্রীসহ বোলিং কোচ ভরত অরুন, ফিল্ডিং কোচ আর শ্রীধর ও ফিজিও নিতিন প্যাটেলকে আইসোলেশনে পাঠানো হয়।
আর ম্যানচেষ্টার টেস্ট শুরুর আগে করোনা আক্রান্ত হন ভারতের সহকারী ফিজিও যোগেশ পারমার। তবে ভারতের সকল খেলোয়াড়ের আরটি-পিসিআর  পরীক্ষার ফল নেগেটিভ আসে। কিন্তু দলের মধ্যে করোনার প্রকোপ বেড়ে যাবার আশঙ্কায় ম্যানচেষ্টার টেস্ট বাতিল করা হয়।
সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট বাতিল হবার পর দিনই মরুর দেশের উদ্দেশ্যে ইংল্যান্ড ছাড়ে ভারতের ক্রিকেটাররা। তবে পুরো বিষয়কে ভালো চোখে দেখছে না ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা।
দা টেলিগ্রাফে নিজের কলামে ভন লিখেছেন, ‘সত্যি কথা বলতে, অর্থ ও আইপিএলের কারণে ম্যানচেষ্টার টেস্ট বাতিল হয়েছে।করোনায় আক্রান্ত হলে খেলোয়াড়রা যদি আইপিএল খেলতে না পারে, সেই ভয়ে  টেস্ট বাতিল করা হয়েছে, ।’
তিনি আরও বলেন, ‘এক সপ্তাহ পরই আইপিএলের খেলা এবং খেলোয়াড়রা সেখানে আনন্দে খেলবে। কিন্তু তাদের উচিত ছিল পিসিআর টেস্টে ভরসা রাখা। আমরা এই ভাইরাস সম্পর্কে এখন অনেক কিছুই জানি। কিভাবে এটিকে নিয়ন্ত্রণ করা যায় সেটাও আমরা ভালো জানি। ক্রিকেটারদের দু’বার টিকা দেওয়া হয়েছে। আর জৈব-সুরক্ষা বলয় দ্রুতই তৈরি করা যায়।’
টসের ৯০ মিনিট আগে টেস্ট বাতিল মেনে নিতে পারছেন না ভন। তিনি বলেন, ‘ক্রিকেটের জন্য টেস্ট ম্যাচটি প্রয়োজন ছিল। দারুন উত্তেজনাপূর্ণ অবস্থানে ছিলো সিরিজটি। টসের ৯০ মিনিট আগে টেস্ট ম্যাচ বাতিল, ঠিক মেনে নেওয়া যায় না। অর্থ খরচ করা মানুষদের জন্য এটা অসম্মানের।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat