×
ব্রেকিং নিউজ :
স্মার্ট চট্টগ্রাম সিটি গড়তে আমেরিকান প্রতিষ্ঠানের সাথে চসিকের সমঝোতা ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু জাতির পিতার সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা শরীয়তপুরে প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রিকরণ শীর্ষক সেমিনার টাঙ্গাইলে এসএসসিতে জিপিএ-৫ পেলো জমজ দুইবোন বাংলাদেশের এমএসএমই, নারী উদ্যোক্তাদের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ঘোষণা যুক্তরাজ্যের স্পিকারের নেতৃত্বে আজ জেনেভা যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল ডোনাল্ড ল্যু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী হজযাত্রীদের নিকট হতে কুরবানির টাকা নেয়ায় মন্ত্রণালয়ের সতর্কতা
  • প্রকাশিত : ২০২১-১০-২৬
  • ৫৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী  উপলক্ষে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের আয়োজনে শুরু হচ্ছে  ‘বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস  চ্যাম্পিয়নশিপ’। 
আগামীকাল বিকাল ৪টায় মিরপুর শহীদ  সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি  হিসেবে  প্রতিযোগিতার  উদ্বোধন করবেন পররাষ্ট্র  মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।  
ফেডারেশরেনর সভাপতি  শেখ বশির আহমেদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ থাকবেন  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা 
এবারের আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে নেপাল, শ্রীলংকা, ভারত, উজবেকিস্তান ও পকিস্তান।  ছয় দেশের ৬৭ জিমন্যাস্টসহ কোচ, জাজেজ ও অফিসিয়ালসহ প্রায় ১৭০ জন  এবারের  আসরে অংশগ্রহণ করছে। আগামীকাল উদ্ধোধনের পরের দিন কোয়ালিফাইং রাউন্ড শুরু হবে। 
তিন ক্যাটাগরিতে(পুরুষ সিনিয়র ও জুনিয়র এবং মহিলা) মোট ২২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। তিনটি ইভেন্টে বাংলাদেশের ১২ জন জিমন্যাস্ট অংশগ্রহণ করবেন।
শুভেচ্ছাদূত মার্গারিটা মামুন
টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ২০১৬ রিও অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিকসে স্বর্ণপদক জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান জিমন্যাষ্ট মার্গারিটা মামুন। ইতিমধ্যে তিনি ঢাকায় পৌছছেন। আজ দুপুরে  মিরপুর ইনডোরে উপস্থিত হয়ে বাংলাদেশী তিনি  জিমন্যাস্টদের উৎসাহিত করেন। উল্লেখ্য, মার্গারিটার মা রাশান হলেও বাবা বাংলাদেশের। মার্গারিটার স্বামী ২০০৮ অলিম্পিকে রৌপ্যজয়ী রাশিয়ান  সাতারু আলেকজান্ডার সুখুরভ। 
আজ মঙ্গলবার টুর্নামেন্টের ভেন্যু মিরপুর শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়াম পরিদর্শনকালে মার্গারিটা মামুন বলেন, বাংলাদেশের জিমন্যাস্টের সঙ্গে মিশতে পেরে ভালো লাগছে। এই ম্যাটে নেমে মনে হচ্ছে অলিম্পিকের মঞ্চে আছি। সবাই খুব আন্তরিক। আমাকে তারা খুব ভালোভাবেই গ্রহণ করেছে দেখে ভালো লাগছে। আমি বাংলাদেশি এটাই আমার গর্ব।  
মার্গারিটা মামুন বাংলাদেশি জিমন্যাস্টদের উৎসাহিত করেন। তাদের সঙ্গে মিলিতভাবে পারফর্মও করেন।  বাংলাদেশের ছেলেও মেয়ে জিমন্যাস্টদের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় তাকে। উচ্ছ্বসিত ভাবেই সবার সঙ্গে কথা বলেন মার্গারিটা।  জিমন্যাস্টদের নানান রকম পরামর্শও দেন এ সোনাজয়ী তারকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat