×
ব্রেকিং নিউজ :
স্মার্ট চট্টগ্রাম সিটি গড়তে আমেরিকান প্রতিষ্ঠানের সাথে চসিকের সমঝোতা ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু জাতির পিতার সমাধিতে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শ্রদ্ধা শরীয়তপুরে প্রত্যাগত অভিবাসীদের পুনঃ একত্রিকরণ শীর্ষক সেমিনার টাঙ্গাইলে এসএসসিতে জিপিএ-৫ পেলো জমজ দুইবোন বাংলাদেশের এমএসএমই, নারী উদ্যোক্তাদের জন্য ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ঘোষণা যুক্তরাজ্যের স্পিকারের নেতৃত্বে আজ জেনেভা যাচ্ছে সংসদীয় প্রতিনিধিদল ডোনাল্ড ল্যু নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের আন্তর্জাতিক ইসরায়েলি লবির সাথে যুক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী হজযাত্রীদের নিকট হতে কুরবানির টাকা নেয়ায় মন্ত্রণালয়ের সতর্কতা
  • প্রকাশিত : ২০২১-১১-০৮
  • ৪১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, দক্ষতা বাদ দিয়ে প্রযুক্তির বিকাশ হয় না। তাই প্রযুক্তি ও দক্ষতা সাধন হলে দেশ সমৃদ্ধশালী হবে এবং অর্থনৈতিক মুক্তি অর্জিত হবে। উপনিবেশিক আমলের শিক্ষা ব্যবস্থায় কেরানী হওয়া যায় এবং শ্রেণী সৃষ্টি হয়। তাই এমন শিক্ষা ব্যবস্থা প্রয়োজন যাতে উৎপাদনমুখী ও সৃজনশীল বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর সমাজ বিনির্মাণ হতে পারে।
আজ সোমবার সকালে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি)-এর ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  এ কথা বলেন। 
আইডিইবি’র চট্টগ্রাম জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক, প্রকৌশলী মো. মোখলেছুর রহমান, সাবেক অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল কবির, চট্টগ্রাম পলিটেকনিক কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক দেওয়ান মাকসুদ আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জসিম উদ্দিন।
মেয়র আরো বলেন, বর্তমানে দেশে মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশের বয়স ১৫ থেকে ৩০ বছরের মধ্যে। মোট জনসংখ্যার ৬ কোটি যুব সমাজ। এই বৃহৎ কর্মক্ষম যুব সমাজকে সুষম শিক্ষায় শিক্ষিত করতে না পারলে এরা দেশের জন্য বোঝা হয়ে যাবে এবং বেকারত্বের হার দিন দিন বৃদ্ধি পাবে, ফলে দেশের উন্নয়ন গতি হারাবে।
তিনি ডিপ্লোমা প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লব শ্রমবাজার ভবিষ্যতের কাজ কর্মের ধরণ, আয়ের অসমতা ও ভূ-রাজনৈতিক নিরাপত্তা, সামাজিক ও নৈতিক মূল্যবোধের কাঠামোকে ভীষণভাবে প্রভাবিত করছে। দেশের উন্নয়নে আপনাদের অসামান্য ভূমিকা রয়েছে। আপনাদের মধ্যে এমন প্রবীণ প্রকৌশলী আছেন যাদের জ্ঞান ও অভিজ্ঞতার ভা-ার সমৃদ্ধ। আপনাদের পরামর্শ নিয়ে নগরীতে জলাবদ্ধতা, নালা-নদর্মাসহ যেসব সমস্যাগুলো আছে তা সমাধান করতে আমি আগ্রহী। এক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন ২০৪১ বাস্তবায়নে চট্টগ্রামকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। সেই লক্ষ্যে চট্টগ্রাম নগরকেও আন্তর্জাতিক মানে উন্নীত করতে আমরা উদ্যোগী হয়েছি।’ 
তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন বলেই আমরা বিভিন্নস্তরে পেশাগত মর্যাদার আসনে আছি। তাই আমরা যে যেই অবস্থানে আছি সেখান থেকে নিষ্ঠা ও সততার সাথে কাজ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভাশেষে মেয়র আইডিইবি’র ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat