×
ব্রেকিং নিউজ :
ভাষা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বলতম অংশ : প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে দ্বি-পাক্ষিক বাণিজ্য বাড়াতে চায় তুরস্ক ঝালকাঠিতে প্রশিক্ষণপ্রাপ্ত ২৬৫ জন নারীকে ল্যাপটপ প্রদান গোপালগঞ্জে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে : প্রধানমন্ত্রী বিএনপির নির্বাচন বর্জনের রাজনীতি আত্মহননমূলক : পররাষ্ট্রমন্ত্রী বাঙ্গালির আত্মপরিচয় বিকাশের মূলেই রয়েছে রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুর নিবিড় সম্পর্ক : স্পিকার রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ভিত্তি মানসম্মত প্রাথমিক শিক্ষা : রুমানা আলী এমপি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ শোষণ-বঞ্চনামুক্ত ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে অনুপ্রেরণা যোগায় : ভূমিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-১৯
  • ৯৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় চাষীদের ধান, গম, ভূট্টা কর্তন, ঝাড়াই, মাড়ায়ের জন্য ভতুর্কি মূল্যে কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে খামার যান্ত্রিক প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এই মেশিন হস্তান্তর করা হয়।
দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু ও উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার ৫০%ভর্তুকিতে উপজেলার জুড়ানপুর গ্রামের কৃষক বশির উদ্দীনের হাতে এই মেশিনের চাবি তুলে দেন। মেশিনটির মূল্য ২৭লক্ষ ৫০হাজার টাকা হলে ও ভুর্তূকি দিয়ে মূল্য ধরা হয়েছে ১৩ লাখ ৭৫হাজার টাকা। মেশিন হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা খাতুন, সহকারী কমিশনার (ভ’মি) সুদীপ্ত কুমার সিংহ, কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান,প্রণী সম্পদ অফিসার ডা. মশিউর রহমান,মৎস অফিসার (ভারপ্রাপ্ত) আউয়ুব আলি, সমবায় অফিসার হারুন অর রশিদসহ কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান জানান, কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন এক ঘন্টায় তিন বিঘা জমির ধান কাটতে, মাড়তে ও বস্তা বন্দি করতে সক্ষম। একই ভাবে গম ও ভুট্টা কাটা,মাড়াই ও বস্তাবান্দ করা সম্ভব। সারাদিন কাজ করলে দিনে ৩০ বিঘা জমির ধান কর্তন করা যায়। একই ভাবে গম ও ভুট্টা কাটা ,মাড়ায় ওবস্তা বন্দি করা সম্ভব। সাধারণত এক একর জমিতে ধান কর্তনসহ ঘরে তুলতে ৯ থেকে ১০ হাজার টাকা খরচ হয়ে থাকে। সেখানে এই মেশিনে এক একর তিন বিঘা জমির ধান, গম অথবা ভূট্টা কাটা, ঝাড়াই বস্তা বন্দি করতে খরচ হবে ৪ হাজার ৫০০ টাকা থেকে ৪ হাজার ৮০০ টাকার মধ্যে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat